Samay Raina: আবারও বিপাকে সময় রায়না ! গুরুতর অভিযোগ কমেডিয়ানের বিরুদ্ধে
Supreme Court: এক এনজিও- র অভিযোগের ভিত্তিতে এবার সময় রায়নাকে তলব করল সুপ্রিম কোর্ট।

Samay Raina: আবার বিপাকে কমেডিয়ান সময় রায়না। এক এনজিও- র অভিযোগের ভিত্তিতে সময় রায়নার উপস্থিতির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মোট পাঁচজন সোশ্যাল মিডিয়া ইনলফ্লুয়েন্সরকে উপস্থিত হতে বলা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে সময় রায়নার। জানা গিয়েছে, ওই এনজিও অভিযোগ জানিয়েছে, 'India's Got Latent' শো- তে বিরল রোগ Spinal Muscular Atrophy (SMA) - তে আক্রান্তদের নিয়ে উপহাস করা হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ইউটিউবের এই শো নিয়ে শুরু হয়েছিল যত বিতর্ক। আর এই শো- এর সঞ্চালক ছিলেন সময় রায়না। এখন অবশ্য ইউটিউবে এই শো বন্ধ হয়ে গিয়েছে। এমনকি ইউটিউব শুধু ওই বিতর্কিত এপিসোডটিই নয়, শোয়ের অন্যান্য এপিসোডও ডিলিট করে দিয়েছে। কিন্তু তাতেও বিতর্ক পুছি ছাড়ছে না সময় রায়নার। Cure SMA Foundation of India- এর এনজিও- র জনস্বার্থ মামলার ভিত্তিতে মুম্বইয়ের পুলিশ কমিশনারকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে নোটিস পাঠানোর।
সুপ্রিম কোর্টের তরফে এও বলা হয়েছে যে, বিরল রোগে আক্রান্তদের নিয়ে উপহাস করা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা 'ক্ষতিকর' এবং 'নৈতিকতার অবক্ষয়' করে। এই ধরণের ঘটনা যাতে আবার না ঘটে, তার জন্য কিছু গুরুতর প্রতিকারমূলক এবং শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া প্রয়োজন, সেকথাও বলেছে দেশের সর্বোচ্চ আদালত।
pic.twitter.com/r4QJvD5rbI
— Dr Aratrika Ganguly (@aratrika_g08) February 14, 2025
Samay Raina @ReheSamay has found the miseries of a 2 year old child with Spinal Muscular Atrophy, a life threatening rare genetic disorder, requiring medication worth almost 16 crore (Zolgensm) to be FUNNY.
Samay Raina forgot that when karma strikes, no…
এর আগে বিতর্ক শুরু হয়েছিল সময় রায়নার ইউটিউব শো India's Got Latent নিয়ে
ইউটিউবে কমেডিয়ান সময় রায়নার শো India's Got Latent- এ প্যানেলিস্ট হয়ে এসেছিলেন ইউটিউবার বিয়ারবাইসেপস, রণবীর এলাহাবাদিয়া। এই শো- তে আসা এক প্রতিযোগীকে রণবীর জিজ্ঞেস করেছেন, “Watch your parents have sex every day for the rest of your life. Or would you join in once and stop it forever?" এখানেই শেষ নয়। পরবর্তীতে ওই প্রতিযোগীকে ফের রণবীর জিজ্ঞেস করেন তাঁর যৌনাঙ্গের আয়তন (সাইজ) কত? আর এর থেকেই শুরু হয় বিতর্ক। শুধু রণবীর এলাহাবাদিয়া কিংবা সময় রায়না নন, সময়- এর ইউটিউব শো- তে আসা একাধিক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছিল প্রচুর অভিযোগ।






















