সুব্রত রায়ের বায়োপিকে ফের একত্রে কাজ করবেন গুলজার ও রহমান
বিজনেস টাইকুন সুব্রত রায়ের বায়োপিকে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন এ আর রহমান ও গুলজার।
মুম্বই: বিজনেস টাইকুন সুব্রত রায়ের বায়োপিকে ফের একসঙ্গে কাজ করতে চলেছেন অস্কার জয়ী সঙ্গীত পরিচালক এ আর রহমান ও খ্যাতনামা লেখক ও পরিচালক গুলজার। 'গুলজার সাবের আবেগঘন লেখা একজন সঙ্গীত পরিচালককে খুবই অনুপ্রেরণা জোগায় এবং আশা করছি আমি সেই লিরিক্স ও গল্পের প্রতি সুবিচার করতে পারব,' এক সাক্ষাৎকারে জানান এ আর রহমান। তিনি আরও জানান যে গুলজারের সঙ্গে এই কাজটি করতে তিনি অপেক্ষা করে আছেন।
গুলজার বলেন, 'রহমানের সঙ্গে আবারও কাজ করতে পেরে ভাল লাগছে। সুব্রত রায়ের জীবন রহস্যময় এবং অনুপ্রেরণাময়। রহমান দুর্দান্ত একজন আর্টিস্ট এবং মিউজিশিয়ান।'
সাহারা ইন্ডিয়া পরিবারের চেয়ারম্যান হলেন সুব্রত রায়। ২০১০ সালে তাঁর দু'টি কোম্পানিকেই নিষিদ্ধ করে সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া (SEBI)। তাঁর বিরুদ্ধে অভিযোগ থাকার জন্য তাঁকে ২ বছর জেল হেফাজতে থাকতে হয়। ২০১৬ সালে তাঁকে প্যারোলে ছাড়া হয়।
গত মাসে প্রযোজক সন্দীপ সিংহ ছবির রাইট পাওয়ার পরই সুব্রত রায়ের বায়োপিক তৈরির খবর ঘোষণা করা হয়। সূত্রের খবর অনুযায়ী এই ছবিটি বিভিন্ন মহাদেশে শ্যুট করা হবে এবং ব্যবসায়ীর কয়েক দশকের যাত্রাপথ তুলে ধরা হবে। সিনেমার নাম এবং কলাকুশলীর নাম ঘোষণা করা হবে খুব শীঘ্রই।
সন্দীপ সিংহ জানান, 'লিরিক্স এবং মিউজিকের দুই কিংবদন্তীকে একসঙ্গে আনতে পেরে আমি প্রচণ্ড আনন্দিত। এই প্রজেক্টটি আমার খুব কাছের। আমি এ আর রহমান জি এবং গুলজার সাবের খুব ভক্ত। সিনেমায় তাঁদের অবদানের কোনও তুলনা হয় না এবং তাঁরা আমার প্রজেক্টে কাজ করায় আমি খুবই কৃতজ্ঞ।'
আরও পড়ুন: Saba Qamar Updates: 'হিন্দি মিডিয়াম' অভিনেত্রী সাবা কামারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আদালতের
আরও পড়ুন: Yami Gautam: আমি খুব গর্বিত যে আমি 'হিমাচলি': ইয়ামি গৌতম