Salman Khan Birthday: সলমন খানের জন্মদিনের পার্টিতে মুখোমুখি দুই প্রাক্তন প্রেমিকা! তারপর?
Salman Khan's 57th Birthday: পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায় অভিনেতার দুই প্রাক্তন প্রেমিকাকে। যা ক্যামেরাবন্দি করতে দেরি করেননি পাপারাৎজ্জিরা।
![Salman Khan Birthday: সলমন খানের জন্মদিনের পার্টিতে মুখোমুখি দুই প্রাক্তন প্রেমিকা! তারপর? Sangeeta Bijlani, Iulia Vantur sparkle in blingy dresses at Salman Khan birthday, know in details Salman Khan Birthday: সলমন খানের জন্মদিনের পার্টিতে মুখোমুখি দুই প্রাক্তন প্রেমিকা! তারপর?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/12/27/8e86fd6d7f83da91086850d384fe18b41672123901765214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: ২৭ ডিসেম্বর ২০২২-এ ৫৭ বছরে পা দিলেন বলিউড সুপারস্টার সলমন খান (Salman Khan)। আর তাঁর জন্মদিন (Happy Birthday Salman Khan) মানেই সেখানে পার্টি হবে জমজমাট। বি টাউনের অন্যান্য তারকারা হাজির সেই পার্টিতে। সোনাক্ষী সিনহা থেকে কার্তিক আরিয়ান। জাহ্নবী কপূর থেকে পূজা হেগড়ে এবং আরও অনেককেই দেখা গেল হাজির থাকতে। বোন অর্পিতা খানের বাড়িতে আয়োজিত হয়েছিল তাঁর জন্মদিনের পার্টি। সেখানে গ্র্যান্ড এন্ট্রি নিতে দেখা যায় ভাইজানকে। সলমনের জন্মদিনে উপস্থিত ছিলেন শাহরুখ খান। দুই তারকার রসায়ন নজর কাড়ে। পার্টিতে উপস্থিত থাকতে দেখা যায় অভিনেতার দুই প্রাক্তন প্রেমিকাকে। যা ক্যামেরাবন্দি করতে দেরি করেননি পাপারাৎজ্জিরা।
">
সলমনের জন্মদিনে হাজির দুই প্রাক্তন প্রেমিকা-
এদিন নেট দুনিয়ায় পাপারাৎজ্জিদের পক্ষ থেকে বেশ কিছু ভিডিও পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, সলমন খানের দুই প্রাক্তন প্রেমিকা সঙ্গীতা বিজলানি এবং ইউলিয়া ভান্তুর উপস্থিত হয়েছেন। সলমনকে দেখা যায় সঙ্গীতার কপালে চুম্বন করতে। ছোট পার্টি ড্রেসে নজর কাড়ছিলেন তিনি। অন্য আর একটি ভিডিওতে দেখা যাচ্ছে, কেক কাটছেন ভাইজান। আর তা ক্যামেরাবন্দি করছেন ইউলিয়া। বিশাল নিরাপত্তা বাহিনী উপস্থিত ছিলেন ভাইজানের সঙ্গে। বিশেষ করে, সিধু মুসাওয়ালার মৃত্যুর পর আরও বেড়ে গিয়েছে তাঁর নিরাপত্তা।
">
">
আরও পড়ুন - Tunisha Sharma Death Case: আত্মহত্যার আগের শেষ কয়েক ঘণ্টা প্রেমিকের সঙ্গে কীভাবে কাটান তুনিশা?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)