Heeramandi: 'হীরামান্ডি'তে বিশেষ চরিত্রের জন্য় রেখাকে প্রস্তাব পরিচালকের! কী বললেন অভিনেত্রী?
Heeramandi: 'হীরামান্ডি'তে রেখাকে দেখা যেতে পারে কিনা তা নিয়ে জল্পনা চলছেই। এরইমধ্য়ে প্রকাশ্য়ে এল নতুন খবর।
কলকাতা: টিজার প্রকাশ্য়ে আসার পরই সঞ্জয় লীলা বনশালীর (Sanjay Leela Bhansali) 'হীরামান্ডি'নিয়ে দর্শকের উন্মাদনা চড়ছে। এবার প্রকাশ্য়ে এল নয়া খবর। শোনাযাচ্ছে, এই সিরিজে অভিনয়ের জন্য় রেখাকে প্রস্তাব দিয়েছিলেন। তারপর?
বলিউড সৃত্রে খবর, রেখাকে এই সিরিজে একটি ক্য়ামিও চরিত্রের জন্য় প্রস্তাব দিয়েছিলেন বনশালী। চরিত্রটি ছোট হলেও গুরুত্বপূর্ণ ছিল। তবে অভিনেত্রীর তরফে এই চরিত্রে কাজের জন্য় না করে দেওয়া হয় বলে খবর।
প্রসঙ্গত,সঞ্জয় লীলা বনশালী (Sanjay Leela Bhansali) পরিচালিত এই সিরিজে দেখা যাবে অদিতি রাও হায়দারি (Aditi Rao Hydari), রিচা চাড্ডা (Richa Chadha), মণিষা কৈরালা (Manisha Koirala), সোনাক্ষী সিংহ (Sonakshi Sinha), শরমিন সেহগল (Sharmin Segal), সঞ্জিদা শেখকে (Sanjeeda Shaikh)।
আরও পড়ুন...
নাচে-গানে বিয়ের আসর মাতাচ্ছেন রণবীর-শ্রদ্ধা, প্রকাশ্য়ে নতুন গান
নেটফ্লিক্সে (Netflix) মুক্তি পাবে সঞ্জয় লীলা বনশালীর ওয়েব সিরিজ 'হীরামান্ডি'। নাম ঘোষণা হয়েছিল বহু আগেই। চলছিল তৈরির কাজ। এবার প্রকাশ্যে এল চরিত্রদের প্রথম লুক। সোশ্যাল মিডিয়ায় লুক প্রকাশ পেতেই ভাইরাল। অনুরাগীদের সঙ্গে শুভেচ্ছা জানালেন ইন্ডাস্ট্রির অনেক তারকাই।
প্রকাশ্যে আসা টিজারে দেখা যাচ্ছে সিরিজের প্রত্যেক অভিনেত্রী হলুদ পোশাকে, এবং গোটা টিজারের ফ্রেমই 'ভিন্টেজ'। 'সঞ্জয় লীলা বনশালী প্রোডাকশন'-এর তরফে টিজার শেয়ার করে লেখা হয় 'সঞ্জয় লীলা বনশালী আপনাদের সেই বিশ্বে আমন্ত্রণ জানাচ্ছেন যেখানে যৌনকর্মীরাই ছিলেন রানি।'
অবিভক্ত ভারতের প্রেক্ষাপটে তৈরি এই সিরিজ মূলত লাহৌরের গণিকাদের কেন্দ্র করে তৈরি হয়েছে। নেটফ্লিক্সের তরফে এই টিজার প্রকাশ করে লেখা হয়, 'সঞ্জয় লীলা বনশালীর তৈরি অন্য সময়, অন্য সময়কাল, অন্য একটি জাদুর বিশ্ব, যার অংশ হতে আমাদের তর সইছে না। রইল হীরামান্ডির সুন্দর ও আকর্ষণীয় বিশ্বের ঝলক। শীঘ্রই আসছে।'
অনন্য গল্প বলার ধরন, নান্দনিকতার জন্য খ্যাত সঞ্জয় লীলা বনশালী। 'হীরামান্ডি'র হাত ধরেই ডিজিট্যাল দুনিয়ায় পা রাখতে চলেছেন তিনি।
বড় দৃষ্টিনন্দন দুনিয়ার থেকে ডিজিটালে তাঁর আগমন সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, পরিচালক সংবাদ সংস্থা আইএএনএসকে বলেন, 'আমি বড় চলচ্চিত্র তৈরি করেছি কিন্তু ডিজিটালে স্থানান্তরিত হওয়া আমার জন্য আরও বড় ব্যাপার।' এরপর তিনি 'হীরামান্ডি'কে এখনও পর্যন্ত তাঁর সবচেয়ে বড় প্রজেক্ট হিসেবে অভিহিত করেন। এটি একটি ঐতিহাসিক প্রেক্ষাপটে তৈরি সিরিজ যা যৌনকর্মীদের তিন প্রজন্মের গল্প বলে, সম্পূর্ণটাই প্রাক-স্বাধীনতা আমলের। খুব শীঘ্রই নেটফ্লিক্সে মুক্তি পেতে চলেছে 'হীরামান্ডি'।