Satyam at Byomkesh: অজিত নয়, ব্যোমকেশে দেবের বিপরীতে মণিলালের চরিত্রে থাকছেন সত্যম
Satyam at Byomkesh Durgo Rohosshyo: সত্যবতীর চরিত্রে রুক্মিণী অভিনয় করবেন, এই খবর জানা গিয়েছে গতকালই।
![Satyam at Byomkesh: অজিত নয়, ব্যোমকেশে দেবের বিপরীতে মণিলালের চরিত্রে থাকছেন সত্যম Satyam at Byomkesh: Actor Satyam Bhattacharyya will act in Byomkesh Durgo Rohosshyo as Monilaal, Know in details Satyam at Byomkesh: অজিত নয়, ব্যোমকেশে দেবের বিপরীতে মণিলালের চরিত্রে থাকছেন সত্যম](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/04/c9d3d57557b88dfc24adc135f6eabb5c168319949839749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তাঁর সফর শুরু হয়েছিল 'হেমলক সোস্যাইটি' (Hemlock Sociaty)-থেকে। পায়ে পায়ে সেই সফর গিয়েছে 'বল্লভপুরের রুপকথা' (Ballavpurer Rupkotha) হয়ে 'রক্তবীজ' (Roktobeej) হয়ে, ব্যোমকেশ (Byomkesh)-এ। বিরসা পরিচালিত 'ব্যোমকেশ-দূর্গ রহস্য'-তে এবার অভিনয় করছেন সত্যম ভট্টাচার্য্য (Satyam Bhattacharyya)।
সত্যবতীর চরিত্রে রুক্মিণী অভিনয় করবেন, এই খবর জানা গিয়েছে গতকালই। আর মহরতের দিনেই দেব-রুক্মিণী-বিরসার সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন সত্যম। সোশ্যাল মিডিয়ায় সেই ছবি শেয়ার করে সত্যম লিখেছিলেন, 'নতুন ছবি, নতুন হাউজ, নতুন সহ অভিনেতা অভিনেত্রী, আর পুরনো কিছু.. বিরসাদার সহকারী হিসেবে কাজ করা ছেড়েছি ২০১৭-এ। তারপর এই আবার একসঙ্গে কাজ। এবার অভিনেতা হিসেবে। শ্যুটিং শুরু হবে।'
এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি অজিতের চরিত্রে কে অভিনয় করছে তার নাম। তবে সত্যম জানিয়েছেন, অজিত নয়, মণিলালের চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাঁকে প্রথম এই কাজের অফার দিয়েছিলেন বিরসাই। দীর্ঘদিন পরে বিরসার সঙ্গে কাজ করতে পেরে খুশি সত্যম। আগামীকাল থেকেই শুরু হবে ব্যোমকেশের শ্যুটিং। কলকাতা ও তার আশেপাশের অঞ্চলে হবে শ্যুটিং। তবে এরপরে আউটডোর শ্যুটিংও রয়েছে অভিনেতার।
বিরসার ছবিতে ব্যোমকেশের ভূমিকায় দেবকে দেখা যাবে, সেই খবর জানা গিয়েছিল আগেই। আর গতকাল মহরতেই প্রকাশ্যে এসেছে রুক্মিণীর চরিত্রের নাম। প্রকাশ্যে এসেছে ব্যোমকেশরূপী দেবের লুকও। চোখে চশমা, কালো কোটে বেশ চর্চায় এসেছিল দেবের সেই লুক। তবে এখনও পর্যন্ত প্রকাশ্যে আসেনি অন্যান্য চরিত্রদের লুক। মণিলাল হিসেবে সত্যমের লুকেও বেশ কিছু চমক থাকবে বলে প্রত্যাশা রয়েছে দর্শকদের।
আরও পড়ুন: Weight Loss: অতিরিক্ত মেদ ঝরানোর পর তা যেন আর ফিরে না আসে, নিজের খেয়াল রাখুন নিয়ম মেনে
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)