এক্সপ্লোর
Advertisement
ইন্দু সরকার মুক্তির ওপর নিষেধাজ্ঞা জারি করল না সুপ্রিম কোর্ট
মুম্বই: মধুর ভাণ্ডারকরের ইন্দু সরকারের মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে আদালতে যাওয়া জনৈক মহিলার আবেদন নাকচ করল সুপ্রিম কোর্ট। নিজেকে সঞ্জয় গাঁধীর মেয়ে বলে দাবি করা প্রিয়া সিংহ পাল নামে ওই মহিলার দাবি ছিল, ছবিতে সঞ্জয় ও তাঁর মা ইন্দিরা গাঁধীকে খারাপভাবে দেখানো হয়েছে। ছবিটি মুক্তি পেলে তাঁদের ইমেজ ক্ষতিগ্রস্ত হতে পারে।
আগামীকাল মুক্তি পাচ্ছে বহু বিতর্কিত ইন্দু সরকার। তার আগে মুক্তির ওপর স্থগিতাদেশ চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেন প্রিয়া। কিন্তু শীর্ষ আদালত দ্ব্যর্থহীন ভাষায় জানিয়েছে, জাতীয় স্বার্থ ও জানার অধিকার কারও ব্যক্তিগত ইমেজের থেকে বেশি গুরুত্বপূর্ণ। বিশেষ করে সেন্সর বোর্ড যখন কয়েকটি কাটের পর ছবিটিকে ছাড় দিয়েছে, তবে আর তাকে আটকানো যাবে না।
কোনও ছবি বা বইয়ের প্রকাশ বন্ধের তারা যে বিপক্ষে তাও সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে।
এর আগে প্রিয়া পাল সিংহ ছবি মুক্তির বিরুদ্ধে বম্বে হাইকোর্টে যান। কিন্তু সেখানেও খারিজ হয়ে যায় তাঁর আবেদন। আদালত বলে দেয়, মধুর জানিয়েছেন, ছবির আগে ডিসক্লেমার আসবে, সব ঘটনা ও চরিত্র সম্পূর্ণ কাল্পনিক, জীবিত বা মৃত কারও সঙ্গে কোনও মিল নেই। ফলে ছবিটি আটকে রাখা নিষ্প্রয়োজন।
তা ছাড় সঞ্জয় গাঁধীর পরিবারও এই ছবির ব্যাপারে কোনও আপত্তি জানায়নি বলে আদালত জানিয়েছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement