Shabaash Mithu Trailer OUT: মুক্তি পেল সৃজিত-তাপসীর 'সাবাশ মিঠু'র ট্রেলার
Shabaash Mithu Trailer: এদিন সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার পোস্ট করে তাপসী পান্নু লেখেন, 'মিতালি রাজ, নাম আপনাদের জানা। এবার জানুন তাঁর কিংবদন্তি হয়ে ওঠার নেপথ্য কাহিনি।'
নয়াদিল্লি: অবশেষে মুক্তি পেল সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত তাপসী পান্নু (Taapsee Pannu) অভিনীত 'সাবাশ মিঠু'র ট্রেলার (Shabaash Mithu Trailer)। কিংবদন্তি ক্রিকেট তারকা ও ভারতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের জীবনের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এই ছবি।
'সাবাশ মিঠু'র ট্রেলার প্রকাশ্যে
সম্প্রতি অবসর নিয়েছেন মিতালি রাজ। গত ২৩ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটের অত্যন্ত জনপ্রিয় নাম মিতালি রাজ। একের পর এক রেকর্ড ভেঙে ওয়ান-ডে ইন্টারন্যাশনালে রান তুলেছেন ১০ হাজারেরও বেশি। 'সাবাশ মিঠু' ছবিতে দেখা যাবে জীবনের সমস্ত বাধাবিপত্তি পেরিয়ে কীভাবে মিতালি রাজ একজন সফল ক্রিকেটার হয়ে ওঠেন।
ছবিতে মিতালি রাজের চরিত্রে দেখা যাবে অভিনেত্রী তাপসী পান্নুকে। বিজয় রাজকে দেখা যাবে মিতালির কোচের চরিত্রে। ছোটবেলায় মিতালির ক্রিকেট খেলার দক্ষতা প্রথম নজরে পড়বে তাঁরই। তিনিই তাঁকে মহিলাদের ক্রিকেট দলে যোগ দিতে বলবেন। কিন্তু অন্যদিকে সমানে অপমানিত ও অত্যাচারিত হতে থাকেন তাপসী। তবে এতকিছুর পরও কীভাবে ঘুরে দাঁড়ায় সে, সমাজে সর্বোপরি গোটা পৃথিবীতে নিজের পরিচয় গড়ে তোলে, সেই গল্পই বলবে 'সাবাশ মিঠু'।
View this post on Instagram
এদিন সোশ্যাল মিডিয়ায় ছবির ট্রেলার পোস্ট করে তাপসী পান্নু লেখেন, 'মিতালি রাজ, নাম আপনাদের জানা। এবার জানুন তাঁর কিংবদন্তি হয়ে ওঠার নেপথ্য কাহিনি। সেই নারী যে 'পুরুষদের খেলা'র নতুন সংজ্ঞা তৈরি করেন। তিনি নিজের গল্প তৈরি করেন এবং তা আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি সম্মানিত।'
প্রেক্ষাগৃহে এই ছবি মুক্তি পাচ্ছে ১৫ জুলাই। ভায়াকম ১৮ স্টুডিওজের প্রযোজনায় মুক্তি পাবে এই ছবি।
আরও পড়ুন: Salt City Review: শহরের নোনা ধরা বাজপেয়ী পরিবারের গল্প বলে 'সল্ট সিটি'