Shah Rukh Khan: ফের মাঠে বসে ধূমপান! কিং খানের ছবি ক্যামেরাবন্দি হতেই ভাইরাল
IPL 2024: নিজের টিম জেতায় অবশ্যই আনন্দিত মালিক ও অভিনেতা শাহরুখ খান। কিন্তু সেই সঙ্গে খানিক বিপদও কি ডেকে আনলেন তিনি? কারণ খেলা চলাকালীন নিয়ম ভেঙে জনসমক্ষে তাঁকে ধুমপান করতে দেখা গেল।
নয়াদিল্লি: শনিবার তিনি এসেছিলেন শহরে। ইডেন গার্ডেনে (Eden Garden) ছিল 'কলকাতা নাইট রাইডার্স'-এর (Kolkata Knight Riders) ম্যাচ। আর নিজের টিমকে উৎসাহ জোগাতে স্বয়ং শাহরুখ খান (Shah Rukh Khan) হাজির হয়েছিলেন কলকাতায় (Kolkata)। তিনি যে শহরে আসছেন সেই খবর মিলেছিল আগেই। তিনি এলেন, মানুষের মন জয় করলেন, তাঁর টিম ম্যাচ জিতল, একাধিক আনন্দের মুহূর্তের মধ্যেও কোথাও একটুখানি যেন খুঁত রয়ে গেল। শনিবার, ২৩ মার্চ, আইপিএল (IPL 2024) চলাকালীন কিং খানকে ধূমপান করতে দেখা গেল, যে মুহূর্ত ক্যামেরায় ধরা পড়ার পর ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ধূমপান করছেন কিং খান! ক্যামেরায় ছবি ধরা পড়তেই ভাইরাল
কলকাতার ইডেন গার্ডেনে শনিবার আইপিএল ২০২৪-এর তৃতীয় ম্যাচ ছিল। কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে ম্যাচে চার রানে জয় লাভ করে শাহরুখের দল। দুর্দান্ত ম্যাচে প্রথমে ব্যাট করে কলকাতার নাইটরা। তাঁরা শেষ করেন, ৭ উইকেট খুইয়ে ২০৮ রানে। তার পাল্টা ব্যাট করতে নেমে ৭ উইকেট খুইয়ে ২০৪ রান করে হায়দরাবাদ।
নিজের টিম জেতায় অবশ্যই আনন্দিত মালিক ও অভিনেতা শাহরুখ খান। কিন্তু সেই সঙ্গে খানিক বিপদও কি ডেকে আনলেন তিনি? কারণ খেলা চলাকালীন নিয়ম ভেঙে জনসমক্ষে তাঁকে ধুমপান করতে দেখা গেল।
২০১২ সালের আইপিএলেও 'কলকাতা নাইট রাইডার্স' ও 'রাজস্থান রয়্যালস'-এর মধ্যে একটি ম্যাচ চলাকালীন শাহরুখ খানকে ধূমপান করতে দেখা যায় ক্যামেরায়। জয়পুরের 'সওয়াই মানসিংহ স্টেডিয়াম'-এ সেই খেলা হয়েছিল। জয়পুরে ক্রিকেট অ্যাকাডেমি চালান এক ব্যক্তি, আনন্দ সিংহ, তিনি অভিযোগ দায়ের করেছিলেন বাদশাহর বিরুদ্ধে। 'রাজস্থান প্রোহিবিশন অফ স্মোকিং অ্যাক্ট ২০০০'-এর অধীনে তিনি পদক্ষেপের দাবি করেন, যা অনুযায়ী, জনসমক্ষে ধূমপান করা বারণ। বলিউড তারকাকে পাবলিক প্লেসে ধূমপানের অপরাধে ১০০ টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন: Shah Rukh Khan: ইডেনে ঝুমে জো পাঠান... বীর-জারার জয়ের কাহিনি লিখল শনিবার
প্রসঙ্গত, ওই একই বছরে, ২০১২ সালেই, মুম্বইয়ের 'ওয়াংখেড়ে স্টেডিয়াম'-এর এক নিরাপত্তা বাহিনীর কর্মীর সঙ্গে বচসায় জড়ানোর পর তাঁর ঢোকা বন্ধ করে দেওয়া হয়। সেই সময়ে এই বিষয়ে প্রবল আলোচনা, জলঘোলা হয়। ২০১৫ সালে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।