Shah Rukh Khan: ঘরোয়া জন্মদিন পালন, এই প্রথম অনুরাগীদের দেখা দিলেন না শাহরুখ খান
Shah Rukh Khan News: সোশ্যাল মিডিয়ায় গৌরী খান শেয়ার করে নিয়েছেন শাহরুখের সঙ্গে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে কালো পোশাকে চকোলেট কেক খাচ্ছেন শাহরুখ খান। মাথায় টুপি, মুখে হাসি। পাশে রয়েছেন গৌরী খান।
কলকাতা: প্রত্যেকবারই মন্নতের বারন্দায় দেখে দেন তিনি। জন্মদিন বলে কথা.. অনুরাগীদের দেখা দেবেন তিনি, তাঁদের দিকে ছুঁড়ে দেবেন চুম্বন। হাত খুলে তাঁর সিগনেচার স্টেপে দাঁড়াবেন। কিন্তু কোথায় কী! এই প্রথম জন্মদিন উদযাপনে অনুরাগীদের দেখা দিলেন না শাহরুখ খান (Shah Rukh Khan)। কিন্তু কোথায় তিনি? বাড়ির সামনে জমায়েত অনুরাগীদের দেখা দিলেন যিনি, তাঁর জন্মদিন কাটল কেমন করে? সোশ্যাল মিডিয়ায় সেই হদিশ মিলল গৌরী খানের সোশ্যাল মিডিয়া পোস্টে।
সোশ্যাল মিডিয়ায় গৌরী খান শেয়ার করে নিয়েছেন শাহরুখের সঙ্গে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে কালো পোশাকে চকোলেট কেক খাচ্ছেন শাহরুখ খান। মাথায় টুপি, মুখে হাসি। পাশে রয়েছেন গৌরী খান, বাবার জন্মদিনে উচ্ছ্বসিত সুহানা খানও। তাঁকেও দেখা গেল বাবার পাশে। সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করে গৌরী খান লিখলেন, 'বন্ধুদের সঙ্গে আর পরিবারের সঙ্গে একটা মনে রাখার মতো সন্ধে। শুভ জন্মদিন শাহরুখ'। সোশ্যাল মিডিয়ায় শাহরুখের এই পোস্টে তাঁকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন অসংখ্য মানুষ।
তবে কবে এবার কেন অনুরাগীদের সামনে ধরা দিলেন না শাহরুখ? অনেকেই মনে করছেন, নিরাপত্তার কারণেই এবার অনুরাগীদের কাছে আসেননি শাহরুখ। সদ্য একের পর এক হুমকি পেয়েছেন সলমন খান। বাবা সিদ্দিকির মৃত্যুর পর থেকেই নিরাপত্তা বেড়েছে সলমন খানের। তিনি প্রচুর নিরাপত্তা রক্ষী নিয়ে সেটে শ্যুটিং করছেন। বাড়িতেও তাঁকে মেনে চলতে হচ্ছে একাধিক নিয়মবিধি। সবটাই নিরাপত্তার জন্য। মনে করা হচ্ছে সেই কারণেই নিজের নিরাপত্তাও বাড়িয়েছেন শাহরুখ খান।
এর মধ্যেই শাহরুখকে একাধিক দিন মুম্বইয়ের রাস্তায় দেখা গিয়েছে। তবে তাঁর গাড়ির কাচ ঢাকা ছিল কালো কাপড়ে। শাহরুখ চিরকালই কনভয় নিয়ে যাতায়াত করেন। তিনি বাবা সিদ্দিকির মৃত্যুর পরে নিরাপত্তা বাড়িয়েছেন এমন খবর পাওয়া যায়নি। তবে এবার জন্মদিনে তাঁর এই পদক্ষেপেই বোঝা গেল, নিরাপত্তার দিকটাও নজর রাখছেন তিনি।
View this post on Instagram
আরও পড়ুন: Raj-Subhasree: শুভশ্রীর জন্মদিন, সোশ্যাল মিডিয়ায় আদুরে শুভেচ্ছা জানালেন রাজ
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে