এক্সপ্লোর
Advertisement
সব বলিতারকাদের ছাপিয়ে ট্যুইটারে শাহরুখের ফলোয়ারের সংখ্যা হল ৩৯ মিলিয়ন
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলোয়ারের সংখ্যায় অন্যান্য বলিউড তারকাদের ছাপিয়ে গেলেন কিং খান। ট্যুইটারে শাহরুখের ফলোয়ারের সংখ্যা ছুঁল ৩৯ মিলিয়ন। শাহরুখের অনতিদূরেই বলিউড শাহেনশা। অমিতাভের ফলোয়ারের সংখ্যা ৩৮.৮ মিলিয়ন।
নয়াদিল্লি: জনপ্রিয়তায় বহু বলিউডের বহু তারকা-মহাতারকাকেই পেছনে ফেলেছেন। তাঁর ছবির বক্সঅফিস রিপোর্ট বারবার প্রমাণ করেছে তাঁর অনুরাগীর সংখ্যা বহু সুপারস্টারকেই লজ্জায় ফেলতে পারে। আবারও প্রমাণ করলেন শাহরুখ। এবার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ফলোয়ারের সংখ্যায় অন্যান্য বলিউড তারকাদের ছাপিয়ে গেলেন কিং খান। ট্যুইটারে শাহরুখের ফলোয়ারের সংখ্যা ছুঁল ৩৯ মিলিয়ন।
খুশি হয়ে অনুরাগীদের বার্তা দিয়েছেন বাদশা। লিখেছেন, "এভাবেই ভালবাসা বইতে থাকুক। ইতিবাচক মনোভাব এভাবেই ছড়িয়ে পড়ুক। ...সবার জন্য ভালবাসা।"
Keep the love flowing. Keep the positivity multiplying. Keep yourself Happy...always. Everything is as beautiful as you want to see it. Love you all... pic.twitter.com/dhyGWKBDsl
— Shah Rukh Khan (@iamsrk) October 14, 2019
শাহরুখের ট্যুইটারে ফলোয়ারের সংখ্যা ৩৯ মিলিয়ন অর্থাৎ ৩ কোটি ৯০ লক্ষ ছোঁয়ার সঙ্গে সঙ্গেই #SRK39MILLION এখন ট্রেন্ডিং।
শাহরুখের অনতিদূরেই বলিউড শাহেনশা। অমিতাভের ফলোয়ারের সংখ্যা ৩৮.৮ মিলিয়ন।
কিছুদিন আগে শাহরুখ ট্যুইটারে #AskSRK হ্যাশট্যাগে একটি সেশন শুরু করেন। এই হ্যাশট্যাগে তাঁকে নানারকম প্রশ্ন করেন অনুরাগীরা। প্রশ্ন ওঠে, বলিউডে তাঁর দীর্ঘবিরতি নিয়েও।
সম্প্রতি জ্যাকি চ্যানের সঙ্গে একটি ছবি শেয়ার করেন কিং খান। সৌদি আরবে জয় ফোরামে অংশ নিয়েছিলেন তিনি।
Khan, Damme, Chan at the #JoyForum19. The joys all mine as I got to meet my heroes. @JCVD @EyeOfJackieChan @JoyForumKSA pic.twitter.com/bwvmmJa2wy
— Shah Rukh Khan (@iamsrk) October 13, 2019
জনপ্রিয় আমেরিকান টেলিভিশন শো সঞ্চালক ডেভিড লেটারম্যানের সঙ্গেও একটি ছবি পোস্ট করেন তিনি। নেটফ্লিক্সে লেটারম্যানের জনপ্রিয় শো-এ পরবর্তী অতিথি কিং খান। প্রসঙ্গত 'জিরো'র পর থেকে নতুন কোনও ছবির ঘোষণা করেননি তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
জেলার
Advertisement