এক্সপ্লোর
Advertisement
আমার জীবনে মহিলাদের প্রভাব গভীর: শাহরুখ
মুম্বই: তাঁর জীবনে মহিলাদের প্রভাব গভীর। এমন কথাই জানালেন বলিউড তারকা শাহরুখ খান। তিনি জানিয়েছেন, মহিলারাই তাঁর জীবনের ছাঁচটা গড়ে দিয়েছেন।মুম্বইয়ে গুঞ্জন জৈন-এর লেখা প্রথম বই ‘শি ওয়ার্কস শি লিডস’ প্রকাশের অনুষ্ঠানে একথা বলেছেন শাহরুখ। এই বইটিতে নীতা আম্বানি, চন্দা কোচর এবং স্বামী পরিমল সহ বিভিন্ন ক্ষেত্রের সফল ২৪ জন নারীর কথা বলা হয়েছে।
শাহরুখ বলেন, তাঁর জীবনের আগাগোড়াই মহিলাময়। জীবনের ধারাটাই গড়ে দিয়েছেন মহিলারা। প্রথমে ঠাকুমা, এখন মেয়ে। এর মাঝে স্ত্রী, কলোনি পাড়ার মাসি-পিসি, দিদি আর তার পরে তাঁর ছবির নায়িকারা। এমনকি যেসব মহিলা পরিচালকের সঙ্গে তিনি কাজ করেছেন, তাঁদের প্রভাবও তাঁর জীবনে পড়েছে বলে জানিয়েছেন শাহরুখ। তিনি বলেছেন, ‘আমি আজ যা হয়েছি তার একশো শতাংশই মহিলাদের অবদান। ওঁদের বাদ দিয়ে আমি এর অর্ধেক কৃতিত্বও অর্জন করতে পারতাম না।’
এর আগে শাহরুখ তাঁর আত্মজীবনী লেখার কথা ঘোষণা করেছিলেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
জেলার
খবর
Advertisement