Shah Rukh Khan Update: 'পাঠান' সেট থেকে ছবি পোস্ট শাহরুখের, নিমেষে ভাইরাল
Shah Rukh Khan Update: বেশ কিছুদিনের বিরতির পর ফের শুরু হয়েছে 'পাঠান' (Pathan) ছবির শ্যুটিং। কাজ শুরু করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। 'পাঠান' ছবির হাত ধরে বড় পর্দায় কামব্যাক করছেন কিং খান।
নয়াদিল্লি: বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan) বর্তমানে তাঁর আগামী ছবি 'পাঠান'-এর (Pathan) শ্যুটিং করছেন। ছবির সেট থেকে তাঁর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
ছবিতে, কিং খানকে চুল বেঁধে পনিটেল করে একটি ক্যাসুয়াল লুকে দেখা যাবে। অভিনেতা তাঁর ক্যারিশ্ম্যাটিক মূর্তিতে, কালো টি-শার্টে দেখা যায়। স্বমহিমায় ক্যামেরায় ধরা পড়েছেন তিনি। আর সেই ছবি পোস্ট হতেই নিমেষে ভাইরাল হয় সেই ছবি।
আরও পড়ুন: Twinkle Khanna Birthday: আদরের টিনাকে জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা অক্ষয় কুমারের
শাহরুখ খানের পাশাপাশি 'পাঠান' ছবিতে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামও অভিনয় করছেন। বহু প্রতীক্ষিত এই ছবিতে সলমন খানের ক্যামিও থাকবে।
View this post on Instagram
বেশ কিছুদিনের বিরতির পর ফের শুরু হয়েছে 'পাঠান' (Pathan) ছবির শ্যুটিং। কাজ শুরু করেছেন শাহরুখ খান (Shah Rukh Khan)। 'পাঠান' ছবির হাত ধরে বড় পর্দায় কামব্যাক করছেন কিং খান। ফলে ছবির ঘোষণার পর থেকেই অধীর আগ্রহে অপেক্ষায় সিনেপ্রেমীরা। ছবিতে খানিক অন্যরকম অবতারে দেখা যাবে শাহরুখকে। ছবিটি নিয়ে যদিও একেবারে মুখে কুলুপ এঁটেছেন নির্মাতারা।
ছবির শ্যুটিং মাঝপথে থামিয়েছিলেন কিং খান। অক্টোবরের শুরুতে তাঁর ছেলে আরিয়ান খানের (Aryan Khan) নাম জড়ায় মাদক কাণ্ডে। এনসিবি গ্রেফতার করে আরিয়ানকে। সেই সময়ে শ্যুটিং থামিয়ে ফিরে এসেছিলেন অভিনেতা। তবে ২২ ডিসেম্বর ফের 'পাঠান'-এর সেটে ফিরলেন কিং খান। লম্বা চুলে ক্যামেরাবন্দি হন বাদশা। মুম্বইয়ে শ্যুটিং চলাকালীন পাপারাৎজীদের ক্যামেরায় ধরা পড়ে তার ঝলক। 'কিং অফ রোম্যান্স'-কে এদিন কালো টি-শার্ট ও অগোছালো খোপা বাঁধা চুলে সেটে দেখা যায়।