Shahrukh Viral School Pics: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখ খানের স্কুল জীবনের ছবি
শাহরুখ খানের স্কুল জীবনের ছবি দেখে কমেন্ট করলেন আর এক বলিউড অভিনেত্রী রিচা চাড্ডাও।
মুম্বই : বলিউডের বাদশার ভক্তদের 'দিল গার্ডেন গার্ডেন' হয়ে যাবে এক ছবিতেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখ খানের স্কুল জীবনের ছবি। যে ছবিতে অভিনেতাকে দেখা যাচ্ছে স্কুলের ইউনিফর্ম পরে অন্যান্য সহপাঠীদের সঙ্গে গল্পগুজব করতে। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের এক ভক্ত এই ছবি পোস্ট করে লিখেছেন যে, 'বলিউডের বাদশা হয়ে ওঠার দিবাস্বপ্ন দেখছে এক স্কুল পড়ুয়া।' আর অভিনেতার এই ছবি পোস্ট হওয়া মাত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সেই ছবিতে সাধারণ মানুষ থেকে সেলিব্রিটিরা, কেউ কমেন্ট করতে বাকি রাখেননি।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া শাহরুখ খানের স্কুল জীবনের এই ছবিতে আর এক বলিউড নায়িকা রিচা চাড্ডা কমেন্ট করেছেন 'ফার্স্ট লাভ' বলে। আর 'গ্যাংস অফ ওয়াসেপুর' ছবির অভিনেত্রীর করা কমেন্টে এক ভক্ত আবার লিখেছেন, 'আমি তো ভাবতাম রাহুল দ্রাবিড় আপনার প্রথম প্রেম।' ভক্তের প্রশ্নে রিচা জবাব দেন, 'রাহুল দ্রাবিড়ের আগে থেকেই শাহরুখ খান ভালোবাসার ছিলেন'।
প্রসঙ্গত, গত বেশ কয়েক বছর ধরে বক্স অফিসে 'বাদশা'সুলভ ম্যাজিক কাজ করছে না শাহরুখ খানের। 'যব হ্যারি মেট সেজল' কিংবা 'জিরো' বক্স অফিসে চুড়ান্ত ব্যর্থ হয়। বলাই যায় যে, দুটি ছবির ব্যবসা একেবারেই মুখ থুবড়ে পড়েছিল। জিরো ছবির পর এখনও পর্যন্ত আর কোনও ছবি মুক্তি পায়নি শাহরুখ খানের। পাশাপাশি, গত মাসেই বলিউড ইন্ডাস্ট্রিতে ২৯ বছরের অভিনয় জীবন সম্পূর্ণ করেন শাহরুখ খান। সেই উপলক্ষে 'আস্ক মি এনিথিং' নামে একটি ট্যুইটার সেশনও করা হয়। সেখানেই এক ভক্ত অভিনেতাকে প্রশ্ন করে বসেন যে, 'আপনিও আমাদের মতো বেকার হয়ে গিয়েছেন'। শোনা যাচ্ছে পরবর্তী ছবি 'পাঠান'-এ দীপিকা পাডুকোনের বিপরীতে দেখা যাবে তাঁকে। নতুন ছবি প্রসঙ্গে তাঁকে প্রশ্ন করা হলে, শাহরুখ খান বলেন, 'এখন যে পরিস্থিতি চলছে, তাতে ছবি মুক্তি বেশ কঠিন কাজ। পরিস্থিতি ঠিক হওয়া পর্যন্ত আমাদের ধৈর্য ধরতে হবে।'