Shah Rukh Khan: যমজ সন্তানের নাম দিতে চাই 'পাঠান' ও 'জওয়ান', হবু মায়ের আবদারে শাহরুখ বললেন...
Shah Rukh Khan News: এক অনুরাগী শাহরুখকে প্রশ্ন করেছিলেন, ৩১ বছরে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি কী? উত্তরে শাহরুখ বলেন, '৩১ বছর ধরে মানুষকে বিনোদন উপহার দেওয়া.. ব্যাস এটুকুই'।
মুম্বই: শাহরুখ খানের (Shah Rukh Khan)-এর 'আস্ক এসআরকে' (Ask SRK) মানেই যেন নতুন নতুন গল্প। গতকাল অর্থাৎ রবিবার বিনোদন দুনিয়ায় ৩১ বছর পূর্ণ করলেন শাহরুখ। আর সেই উপলক্ষ্যেই অনুরাগীদের 'আস্ক এসআরকে'-তে আহ্বান জানিয়েছিলেন তিনি। সেখানেই তৈরি হল অদ্ভুত সব মুহূর্ত।
এদিনের 'আস্ক এসআরকে' (Ask SRK)-তে শাহরুখকে এক অন্তঃস্বত্তা মহিলা লেখেন, 'আমি অন্তঃস্বস্তা এবং আমার যমজ সন্তান। তারা জন্মগ্রহণ করলে আমি ওদের নাম দিতে চাই 'পাঠান' আর 'জওয়ান'। আমায় শুভেচ্ছা জানাবেন।' এই ট্যুইটটি রিট্যুইট করে শাহরুখ লেখেন, 'অনেক ভালবাসা তবে ওদের আরও ভাল কিছু নাম দেবেন।'
একটি ট্যুইটে এক অনুরাগী তুলে ধরেন নরেন্দ্র মোদি (Narendra Modi) -র সামনে ইউএসে 'ছাঁইয়া ছাঁইয়া' গানটির প্রসঙ্গ। উত্তরে শাহরুখ বলেন, 'ইশ.. আমি যদি ওই গানটার সঙ্গে ওখানে নাচ করতে পারতাম.. তবে ওরা যদি ভিতরে একটা ট্রেন নিয়ে যেতে দিত তবেই।'
৫৭ বছরের এই অভিনেতা রবিবার ট্যুইট করেন, 'হঠাৎ উপলদ্ধি করলাম, আজ থেকে ৩১ বছর আগে, আজকের দিনে দিওয়ানা (Deewana) ছবিটি রুপোলি পর্দায় মুক্তি পেয়েছিল। এই সফরের বেশিরভাগটাই সুন্দর। সবাইকে ধন্যবাদ, আর এই উপলক্ষ্যে আমরা কি একটা 'আস্ক এসআরকে' করতে পারি?
Wow just realised it’s 31 yrs to the day when Deewana hit the screens. It’s been quite a ride mostly a good one. Thanks all and we can do 31minutes of #AskSRK ??
— Shah Rukh Khan (@iamsrk) June 25, 2023
এক অনুরাগী শাহরুখকে প্রশ্ন করেছিলেন, ৩১ বছরে আপনার সবচেয়ে বড় প্রাপ্তি কী? উত্তরে শাহরুখ বলেন, '৩১ বছর ধরে মানুষকে বিনোদন উপহার দেওয়া.. ব্যাস এটুকুই'। এক অনুরাগী শাহরুখকে প্রশ্ন করেছিলেন, 'আপনি কীভাবে জীবনের এত বড় সব সিদ্ধান্ত নেন? আমি তো কোন পিৎজা অর্ডার করব সেটা বুঝতেই পারি না।' এর উত্তরে শাহরুখ লেখেন, 'আমারও এমনই অবস্থা। জীবনে তুমি কী অর্ডার করছো সেটা বিষয় নয়। সেটা তুমি পাবে সেটাই খাও এবং উপভোগ করো।'
এক অনুরাগী শাহরুখকে প্রশ্ন করেছিলেন, তিনি তাঁর অবসর সময়ে কী করেন? উত্তরে শাহরুখ লেখেন, 'আমার কোনও এক ছেলে বা মেয়ের সঙ্গে সময় কাটানোর চেষ্টা করি এবং শেষমেষ লুডো খেলে সময়টা কেটে যায়।' এক অনুরাগী শাহরুখের একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'এত ঝলমলে ত্বক, এত ঘন চুলের রহস্য কী?' উত্তরে শাহরুখ লেখেন, 'ভালবাসার বৃষ্টিতে স্নান করতে হবে।'
আরও পড়ুন: Nuts Good For Hair: চুলের বৃদ্ধিতে সাহায্য করে কোন কোন বাদাম? কীভাবেই বা করে উপকার?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন