Shah Rukh Khan: জল্পনার অবসান, প্রথমবার মেট গালায় শাহরুখ খান, পরবেন সব্যসাচীর পোশাক
Shah Rukh Khan on Met Gala 2025: সব্যসাচী মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, সেই থেকেই শুরু যাবতীয় জল্পনার।

মুম্বই: মেট গালায় পা রাখতে চলেছেন শাহরুখ খান (Shah Rukh Khan), এই গুঞ্জন শোনা গিয়েছিল আগেই। তবে সেই কথায় তখনও কোনও সিলমোহর পড়েনি। এরপরে সদ্যই পোশাকশিল্পী সব্য়সাচী মুখোপাধ্যায়ের তরফ থেকে জানানো হয়, সত্যিই মেট গালায় পা রাখতে চলেছেন শাহরুখ খান। আর তিনি সাজবেন সব্যসাচীর পোশাকেই। এই খবর জানার পর থেকেই অনুরাগীদের মধ্যে উত্তেজনা, তাহলে এবার কোন পোশাকে চমক দিতে চলেছেন শাহরুখ? সেটা জানার জন্য অবশ্য এখন দীর্ঘ অপেক্ষা করতে হবেয
মেট গালা ২০২৫-তে শাহরুখ খান
শাহরুখ খান বার্তা অনুযায়ী, ভারতের বিখ্যাত ডিজাইনার সাব্যাসাচী মুখোপাধ্যায়ের পোশাকে আইকনিক রেড কার্পেটে তিনি প্রবেশ করবেন। একটি ইনস্টাগ্রাম পোস্টে, জনপ্রিয় জনপ্রিয় পোশাকশিল্পী সব্যসাচীই নিশ্চিত করেছেন যে শাহরুখ খান ২০২৫ সালের মেট গালায় তার অত্যন্ত প্রত্যাশিত অভিষেক করবেন। মেট গালা-র রেড কার্পেট তো কবে থেকেই কাঁপাচ্ছেন বলি সুন্দরীরা। প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)-র হাত ধরেই শুরু হয়েছিল এই রেড কার্পেট নিয়ে ভারতীয়দের উন্মাদনা। এরপর আলিয়া ভট্ট (Alia Bhatt) ও দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) ও মেট গালা-য় তাক লাগিয়েছেন। শোনা যাচ্ছে, এবার রেড কার্পেটে দেখা যাবে কিয়ারা আডবাণীকেও। মা হতে চলেছেন কিয়ারা। বেবি বাম্প নিয়েই তিনি হাঁটবেন রেড কার্পেটে। আর এবার নাকি এই রেড কার্পেটে প্রথম ভারতীয় পুরুষ হিসেবে দেখা যাবে শাহরুখ খানকে!
View this post on Instagram
সব্যসাচী মুখোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন, সেই থেকেই শুরু যাবতীয় জল্পনার। সোশ্যাল মিডিয়ায় সব্যসাচী জানিয়েছিলেন, অন্যতম চমকপ্রদ একটি কাজ করতে চলেছেন তিনি। এই সময়ের অন্যতম সেরা একজন অভিনেতা ও অন্যতম সেরা একজন ডিজ়াইনার মেট গালা ২০২৫-এর জন্য হাত মেলাতে চলেছেন। আর সেই পোস্টে লাইক করেছেন শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানি। সেই থেকেই শুরু হয়েছিল জল্পনা। অবশেষে সেই জল্পনায় সিলমোহর পড়ল।
বর্তমানে আইপিএলের মরসুম চলছে। এই সময়ে এমনিই ব্যস্ত থাকেন শাহরুখ। অন্যদিকে সামনেই শুরু হচ্ছে তাঁর নতুন ছবি 'কিংগ'-র শ্যুটিং। এই ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখতে চলেছেন শাহরুখ কন্যা সুহানা খান। এই ব্যস্ততার মধ্যেই কি শাহরুখকে দেখা যাবে রেড কার্পেটে? সেই জল্পনারই অবসান হল আজ।






















