এক্সপ্লোর
সেকী! এই বলিউড অভিনেতার স্ত্রীকে ফলো করতেন শাহিদ কপূর!!

মুম্বই: ‘জব উই মেট’, ‘কামিনে’-র পর শাহিদ কপূরের জন্য অনেক মেয়েই ফিদা। কিন্তু কজন জানেন, কিশোর বয়সে এই শাহিদই এক নায়িকার জন্য পাগল ছিলেন। পাগলামি এমন জায়গায় পৌঁছে গিয়েছিল, যে ওই নায়িকাকে রীতিমত ফলো করতেন তিনি। হ্যাঁ, শাহিদ নিজের মুখেই স্বীকার করেছেন, টুইঙ্কল খান্নার প্রতি তাঁর মুগ্ধতা খ্যাপামির পর্যায়ে চলে গিয়েছিল। সেটা ১৯৯৭। টুইঙ্কল তখন অজয় দেবগণের সঙ্গে ‘ইতিহাস’ ছবির শ্যুটিং করছেন। সে সময় বন্ধুদের নিয়ে তাঁকে অনুসরণ করতেন তিনি। শাহিদের মা নীলিমা আজিমও ওই ছবিতে ছিলেন ফলে টুইঙ্কলকে ফলো করতে তাঁর অসুবিধে হত না। হোটেলের সুইমিং পুলে যেখানে অক্ষয় কুমার ঘরণী যেতেন, পিছন পিছন যেতেন শাহিদও। তবে কৈশোরের খ্যাপামি কৈশোরেই শেষ হয়ে যায় তাঁর।
শুধু শাহিদ অবশ্য নন, পরিচালক কর্ণ জোহরও স্বীকার করেছেন, টুইঙ্কলের প্রতি তাঁর গোপন দুর্বলতা ছিল।
শুধু শাহিদ অবশ্য নন, পরিচালক কর্ণ জোহরও স্বীকার করেছেন, টুইঙ্কলের প্রতি তাঁর গোপন দুর্বলতা ছিল। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার






















