এক্সপ্লোর
কঙ্গনার চাঁচাছোলা আক্রমণের এবার পাল্টা জবাব দিলেন শাহিদ, কী বললেন তিনি?

মুম্বই: কঙ্গনা রানাউত, চিরকালই ঠোঁটকাটা এবং খোলাখুলি কথা বলার জন্যে বহু লোকেরই বিরাগভাজন হয়েছেন। প্রসঙ্গত, বলিউডে কঙ্গনার বন্ধু তালিকাও বেশ ছোট। বহু অভিনেতাই তাঁর সঙ্গে কাজ করতে গররাজি, তালিকায় রয়েছেন তারকা থেকে বহু মহাতারকা।
গতবছর হৃত্বিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বিস্তর কাদা ছোঁড়াছুড়ি হয়। বর্তমানে কঙ্গনার মন কষাকষি চলছে তাঁর ‘রেঙ্গুন’-এর সহ অভিনেতা শাহিদ কপূরের সঙ্গে। এমনকি শ্যুটিংয়ের সময় দুজনের সম্পর্ক এতটাই তিক্ত হয়ে যায় যে ছবির একসঙ্গে প্রচার করতেও রাজি ছিলেন না দুই তারকা।
কঙ্গনা বিভিন্ন সাক্ষাত্কারে বলেন, শাহিদের সঙ্গে শ্যুটিংয়ের সময় চুম্বনের দৃশ্য করা ছিল বিভীষিকার মতো এবং অত্যন্ত বিরক্তিকরও। এমনকি শাহিদের ‘মুডি’ স্বভাব নিয়েও রাগ প্রকাশ করেন কঙ্গনা।
এবার এই সমস্ত অভিযোগেরই জবাব দিলেন শাহিদ তবে অনেক পরিণত ভাবে। শাহিদের মন্তব্য, ‘আমি কঙ্গনা এবং আমার মধ্যে ঘটে যাওয়া এই পর্ব নিয়ে টেবিল টেনিস খেলতে চাই না। আমি এবার এখানে এই দোষারোপের খেলাটা বন্ধ করতে চাই’। অভিনেতা আরও বলেন, কঙ্গনার উচিৎ ‘রেঙ্গুন’-এর শ্যুটিংয়ের সময় যা ঘটে গেছে সেই দিনগুলো থেকে এগিয়ে যাওয়া এবং তাঁর সমস্ত সহ-অভিনেতাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে এগিয়ে চলা। টিম স্পিরিটকে সম্মান করতে শেখা উচিৎ কঙ্গনার, মন্তব্য শাহিদের।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
