Shraddha Kapoor Update: কবে বিয়ে করছেন শ্রদ্ধা? কী বললেন শক্তি কপূর
কিংবদন্তি চিত্রগ্রাহক রাকেশ শ্রেষ্ঠর ছেলে রোহন। তাঁর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রদ্ধা কপূর। শোনা যাচ্ছে এমনটাই।
মুম্বই : বলিউড তারকা শ্রদ্ধা কপূরের (Shraddha Kapoor) বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে। বলিউডের (Bollywood) আনাচেকানাচে কান পাতলেই রোহন শ্রেষ্ঠর (Rohan Shreshta) সঙ্গে তাঁর সম্পর্কের কথা শোনা যাচ্ছে। পাশাপাশি এমনও শোনা যাচ্ছে, শ্রদ্ধা ও রোহন নাকি চলতি বছরেই বিয়েটা সেরে ফেলবেন। অবশেষে মেয়ে শ্রদ্ধার বিয়ে প্রসঙ্গে মুখ খুললেন শক্তি কপূর (Shakti Kapoor)।
কিংবদন্তি চিত্রগ্রাহক রাকেশ শ্রেষ্টার ছেলে রোহন। তাঁর সঙ্গেই নাকি প্রেম করছেন শ্রদ্ধা কপূর। শোনা যাচ্ছে এমনটাই। প্র সঙ্গে শক্তি কপূর বলেন, 'রোহনের বাবাকে আমি বহু বছর ধরে চিনি। সেই সূত্রেই রোহন আমাদের পারিবারিক বন্ধুও বটে। তাই ও আমাদের বাড়িতেও আসে। কিন্তু এখনও পর্যন্ত শ্রদ্ধাকে বিয়ের ব্যাপারে আমাদের কিছু জানায়নি। আর তাছাড়া আজকের দিনে ছেলেমেয়েরা নিজেরাই পছন্দ করে নেয় কাকে বিয়ে করবে। যদি শ্রদ্ধা আমাদের কখনও জানায় যে ও জীবনসঙ্গী বেছে নিয়েছে, তাহলে আমরাও তাতে সহমত হব। শুধু শ্রদ্ধা নয়, সিদ্ধান্তের (সিদ্ধান্ত কপূর) ক্ষেত্রেও তাই।'
শক্তি কপূর আরও বলেন, 'কেনই বা আমরা আপত্তি করব? তবে, এই মুহূর্তে ওদের সবার আগে কেরিয়ারের দিকে নজর দেওয়া প্রয়োজন। বিয়ে খুবই গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্তের ব্যাপার। অনেক কিছু জড়িয়ে থাকে বিয়ের সঙ্গে। আর চারপাশে যেভাবে বিয়ে ভাঙার ঘটনা ঘটছে, তাতে বিয়ের মতো সিদ্ধান্ত নেওয়ার আগে ভাল করে ভেবে নেওয়া খুবই জরুরি।'
দুই সন্তান শ্রদ্ধা এবং সিদ্ধান্তের কেরিয়ারের প্রসঙ্গেও মুখ খুলেছেন শক্তি কপূর। তিনি বলেন, 'আমি কখনওই ওদের নিজেদের স্বপ্ন পূরণে বাধা দিইনি। অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি কি শ্রদ্ধাকে অভিনেত্রী হওয়া থেকে বাধা দিয়েছি? কিন্তু এমনটা একেবারেই সত্যি নয়। আমি চাই ও আরও ভাল করে কাজ করুক। ও পরিশ্রমী মেয়ে। আমি তো ওকে আমার সোনার মেয়ে বলি। ও আজ যতটুকু নাম করেছে, বলব ওর নিজের দক্ষতা এবং পরিশ্রমের মাধ্যমেই করেছে।'
সদ্য মুক্তি পেয়েছে 'চেহরে'। যেখানে অমিতাভ বচ্চন, ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন সিদ্ধান্ত কপূরও। সেই প্রসঙ্গে শক্তি কপূর বলেছেন, 'চেহরে-তে অমিতাভ বচ্চন আর ইমরান হাশমির সঙ্গে অভিনয় করার পর সমালোচকরাই ওর প্রশংসা করেছে। সবমিলিয়ে আমার দুই সন্তানকে নিয়েই আমি খুশি এবং গর্বিতও।'