হার্ট অ্যাটাকই নাকি অন্য কিছু? শেফালি জারিওয়ালার মৃত্যু তদন্তে ১০ জনের বয়ানে কী পেল পুলিশ?
শুধুই হার্ট অ্যাটাক , নাকি অন্য কোনো কারণ? এই নিয়ে নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে। তবে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।

মুম্বই: শেফালি জারিওয়ালার মৃত্যুর পর হাসপাতাল ও পরিবার সূত্রে দাবি হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে 'কাঁটা লাগা' গার্ল শেফালির। কিন্তু হাসপাতালে যখন তাঁর দেহ আনা হয়, তখন তাঁর শরীরে আর প্রাণ ছিল না। দেহ পাঠানো হয় ময়নাতদন্তে। এখনও পর্যন্ত চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছেন ৪২ বছরের অভিনেত্রী । কিন্তু তারপরও বিভিন্ন সূত্রে দাবি, তিনি আগেই অসুস্থ ছিলেন। কোথাও দাবি করা হয়েছে, অনেকদিনই অন্য অসুখের চিকিৎসা চলছিল তাঁর। তবে কি শুধুই হার্ট অ্যাটাক , নাকি অন্য কোনো কারণ? এই নিয়ে নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের রিপোর্ট সামনে এলে। তবে এরই মধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ।
শেফালি জারিওয়ালার মৃত্যুর ঘটনায় আম্বোলি পুলিশ ১০ জনের বয়ান রেকর্ড করেছে। মৃত্যুর সঠিক কারণ জানা যাবে ময়না তদন্তের রিপোর্ট এলেই। সূত্রের খবর, পূর্ণাঙ্গ রিপোর্ট পেতে আরও দুই-এক দিন লেগে যাবে। পুলিশ ইতিমধ্যেই শেফালির অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। এখনও পর্যন্ত তা থেকে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি বলেই খবর। পুলিশ সূত্রে খবর, শেফালির মৃত্যুর তদন্তে এমন কোনও জিনিস এখনও সামনে আসেনি, যা সন্দেহজনক।

পুলিশ অভিনেত্রী শেফালীর স্বামী পরাগ ত্যাগী, তাঁর বাড়ির রাঁধুনির সঙ্গে কথা বলেছে। রেকর্ড করা হয়েছে বয়ান। এর আগে 'মানি কন্ট্রোল' মুম্বই পুলিশের সূত্র উল্লেখ করে দাবি করে, শেফালি জরিওয়ালার মৃতদেহের ময়না তদন্ত করা হয়েছে । তাঁর মৃত্যুর কারণ এখনও প্রকাশ্যে আনা হয়নি। মৃতদেহের অটোপসি হয়েছে প্রাথমিক তথ্যের ভিত্তিতে, এটি স্বাভাবিক মৃত্যু বলেই মনে হচ্ছে ।

তবে শেফালির ঘনিষ্ঠ সূত্রে দাবি, আগে থেকেই চিকিৎসা চলছিল শেখালির। তাঁর স্বামী পরাগ ত্যাগীও পুলিশের কাছে এ কথা জানিয়েছেন। অন্যদিকে, অভিনেত্রীর চিকিৎসকও জানিয়েছেন, শেফালী অ্যান্টি এজিং ট্রিটমেন্ট করাচ্ছিলেন। তার জন্য কিছু ওষুধ খাচ্ছিলেন অভিনেত্রী। তবে তার কোনও পার্শ্বপ্রতিক্রিয়া ছিল কি না, তা জানা যায়নি।
এছাড়াও, জানা গিয়েছে ১৫ বছর বয়স থেকে এপিলেপ্সি বা মৃগীতে ভুগতেন অভিনেত্রী। ওষুধপত্র, যোগা ইত্যাদির মাধ্যমে নিজেকে ভাল রাখতেন তিনি। তবে তাঁর মৃত্যুর সঙ্গে এপিলেপ্সির যোগ আছে কি না তাও জানা যায়নি।
শেফালি জারিওয়ালার মৃত্যুতে শোকের ছায়া নেমেছে তাঁর অনুরাগীদের মধ্যে। এত কম বয়সে হৃদরোগে মৃত্যুর ঘটনা কেন বাড়ছে, এই নিয়ে চিকিৎসকরাও নানা মত ব্যক্ত করছেন। এখন শেফালির মৃত্যুর আসল কারণ সামনে আসবে ময়নাতদন্তের রিপোর্টটি সামনে এলেই।






















