Shilpa Shetty: দু-পায়ে দুটো আলাদা জুতো পরে বিমানবন্দরে শিল্পা শেট্টি, তারপর?
ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের দিনই সলমন খান তাঁর টিমকে নিয়ে 'দবং ট্যুর'-এর জন্য রিয়াধের উদ্দেশে পাড়ি দিলেন। সলমন খান ছাড়াও এই সফরে দেখা গেল মনীশ পল, সুনীল গ্রোভার এবং আয়ুষ শর্মার মতো তারকাদের।
![Shilpa Shetty: দু-পায়ে দুটো আলাদা জুতো পরে বিমানবন্দরে শিল্পা শেট্টি, তারপর? Shilpa Shetty spotted wearing different shoes on each foot, know in details Shilpa Shetty: দু-পায়ে দুটো আলাদা জুতো পরে বিমানবন্দরে শিল্পা শেট্টি, তারপর?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/10/26cb66eb9197ef7b25f93e01df9337a4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: এই মুহূর্তে টেলিভিশনে বিভিন্ন রিয়েলিটি শোয়ের বিচারক হিসেবে দর্শকের পরিচিত মুখ বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শিল্পা শেট্টি (Shilpa Shetty)। বিচারকের আসনে মাতিয়ে রাখতে দেখা যায় তাঁকে। বড় পর্দায় খুব অনেক বচর তাঁকে দেখা না গেলেও চলতি বছপ দীর্ঘদিন পরে তিনি ফিরেছেন সিনেমাহলে। চলতি বছর মুক্তি পেয়েছে তাঁর কমেডি ছবি 'হাঙ্গামা টু'। এছাড়াও, সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অভিনেত্রী। প্রায়শই সন্তানদের সঙ্গে হোক কিংবা বেড়াতে যাওয়ার ছবি এবং ভিডিও অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিতে পছন্দ করেন। তাই নেট দুনিয়ায় শিল্পা শেট্টির ফলোয়ার্সের সংখ্যা চোখে পড়ার মতো। ফিটনেসের মতো ফ্যাশনেও নজর কাড়েন অভিনেত্রী। সম্প্রতি তাঁকে মুম্বই বিমানবন্দরে দেখা গেল দু পায়ে দুটো আলাদা জুতো পরা অবস্থায়। আর শিল্পা শেট্টির এমন কান্ড দেখে চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের।
শুরু হচ্ছে সলমন খানের 'দবং ট্যুর'। বলিউডের ভাইজানের টিমের সঙ্গে যোগ দিতে এদিন বিমানবন্দরে দেখা গেল একঝাঁক তারকাকে। ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ের দিনই সলমন খান তাঁর টিমকে নিয়ে 'দবং ট্যুর'-এর জন্য রিয়াধের উদ্দেশে পাড়ি দিলেন। সলমন খান ছাড়াও এই সফরে দেখা গেল মনীশ পল, সুনীল গ্রোভার এবং আয়ুষ শর্মার মতো তারকাদের। সেখানেই নেটিজেনদের নজর কাড়লেন শিল্পা শেট্টি। যে ছবি নেট মাধ্যমে দেখা গিয়েছে, তাতে দেখা যাচ্ছে, সাদা টি শার্ট, কালো লেদার জ্যাকেট এবং কালো প্যান্টের সঙ্গে তিনি দু পায়ে দুটো আলাদা জুতো পরেছেন। নেট দুনিয়ায় এই ছবি দেখা যেতেই নেটিজেনরা প্রশ্ন তুলেছেন, 'ধড়কন' অভিনেত্রী কি ইচ্ছা করেই এমন কান্ড করেছেন? নাকি তিনি ভুল করে পরে ফেলেছেন। এর পাশাপাশি অভিনেত্রীকে নিয়ে ট্রোলিং করতেও ছাড়েনি নেটাগরিকদের একাংশ।
আরও পড়ুন - Alia Bhatt: রণবীর কপূরকে নিয়ে এটা কী বললেন আলিয়া ভট্ট!
শিল্পা শেট্টির দু পায়ে দুটো জুতো পরার ছবি দেখে কমেন্টে ভরিয়ে দিয়েছেন নেট নাগরিকরা। কেউ লিখেছেন, 'কোন মন্দির থেকে চুরি করেছেন?', আবার কেউ লিখেছেন, 'কার্টুন'। আবার কোনও নেট নাগরিককে কমেন্ট করতে দেখা গিয়েছে, 'অসাধারণ। আমার ওঁর স্টাইল বেশ পছন্দ হয়েছে।' এভাবেই সকলের মাঝে নজর কাড়লেন শিল্পা শেট্টি।
প্রসঙ্গত, 'দবং ট্যুর'-র পাশাপাশি শিল্পা শেট্টি ব্যস্ত রয়েছেন তাঁর আগামী রিয়েলিটি শো নিয়েও। 'ইন্ডিয়াস গট ট্যালেন্ট'-র চলতি সিজনে বিচারকের আসনে দেখা যাবে তাঁকে। শিল্পার সঙ্গে এই শোয়ের বিচারকের আসনে থাকছেন কিরণ খের ও বাদশাও। শোনা যাচ্ছে এমনটাই।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)