এক্সপ্লোর
Advertisement
দেখুন: লখনউয়ে ঠান্ডায় সুতির শাড়ি পরে শ্যুটিং, ‘নিকম্মা’, পরিচালককে মজাদার ট্রোল শিল্পার
লখনউয়ের ইতিমধ্যেই ঠাণ্ডা পড়েছে। আর উত্তরপ্রদেশের এই শহরে ঠান্ডায় সুতির শাড়ি পরে শ্যুটিং করতে গিয়ে খুব একটা স্বস্তি বোধ করছেন না বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। সাব্বির খানের আগামী সিনেমা ‘নিকম্মা’-র শ্যুটিংয়ের সময় ৪৪ বছরের অভিনেত্রী বেশ বেকায়দায় পড়েছিলেন।
মুম্বই: লখনউয়ের ইতিমধ্যেই ঠাণ্ডা পড়েছে। আর উত্তরপ্রদেশের এই শহরে ঠান্ডায় সুতির শাড়ি পরে শ্যুটিং করতে গিয়ে খুব একটা স্বস্তি বোধ করছেন না বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। সাব্বির খানের আগামী সিনেমা ‘নিকম্মা’-র শ্যুটিংয়ের সময় ৪৪ বছরের অভিনেত্রী বেশ বেকায়দায় পড়েছিলেন। সকালের ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সুতির শাড়ি পরে শ্যুটিং করতে গিয়ে রীতিমতো কাঁপুনি দিচ্ছিল শিল্পার। এই ঘটনা নিয়েই ইনস্টাগ্রামে একটি মজাদার ভিডিও শেয়ার করলেন শিল্পা। ক্যাপশনে লিখছেন, ‘কোল্ড ডিরেক্টরর। কোল্ড ওয়েদার!’
ভিডিওতে দেখা গিয়েছে, পরিচালকের ওপর শিল্পা মজাদার ঢঙে ছদ্ম রাগ দেখাচ্ছেন। সাব্বির তখন তাঁর পাশের চেয়ারে বসে শ্যুটিংয়ের তত্ত্বাবধান করছেন। শিল্পা তখন দৃশ্যতই শীতে কাঁপছেন। ভিডিওতে শিল্পাকে বলতে শোনা যায়, ‘১৫ ডিগ্রি তাপমাত্রা। পরিচালক সোয়েটার পরে, শিল্পী সুতির শাড়ি’। এরপরই মজার ছলে একটু আস্তে করে শিল্পা বলেন ‘নিকম্মা’। শিল্পার এই কথা শুনে হেসে ফেলেন পরিচালক।
‘নিকম্মা’ একটি রোমান্টিক-কমেডি। সিনেমাতে রয়েছে অভিমন্যূ দাসানি ও শার্লে সেতিয়া। এই সিনেমার মাধ্যমে প্রায় এক দশক পর রূপোলি পর্দায় প্রত্যাবর্তন ঘটছে। ২০২০-র গ্রীষ্মে ‘নিকম্মা’-র মুক্তি পাওয়ার কথা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement