এক্সপ্লোর
‘সাহো’-র শ্যুটিং-এ ইউরোপে শ্রদ্ধা, ইনস্টাগ্রামে শেয়ার করলেন ছবি
‘সাহো’-র শ্যুটিং-এ ইউরোপে শ্রদ্ধা, ইনস্টাগ্রামে শেয়ার করলেন ছবি

রাজকুমার রাওয়ের সঙ্গে তাঁর ছবি স্ত্রী বক্স অফিসে ভাল চলছে। এর মধ্যে ফটোশ্যুট করালেন শ্রদ্ধা কপূর।
নয়াদিল্লি: চারিদিকে সাদা বরফে ঢাকা পাহাড়, আর সেই সৌন্দর্য্য দেখতে দেখতেই মেকাপে ব্যস্ত শ্রদ্ধা। ইউরোপে তাঁর নতুন ছবি ‘সাহো’-র শ্যুটিং-এর এই ছবিটি শেয়ার করেছেন শ্রদ্ধা কপূর।
‘সাহো’ ছবির পোস্টার ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে রয়েছে শ্রদ্ধার ছবি। কিন্তু শোনা যাচ্ছে ‘সাহো’ ছবিতে দেখা যাবে দক্ষিনী অভিনেতা প্রভাসকেও। এছাড়াও ছবিতে থাকছেন জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ ও আরও অনেককে। তামিল, তেলেগু ও হিন্দিতে মুক্তি পাবে এই ছবি।
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু ছবি শেয়ার করেছেন শ্রদ্ধা। তাতে দেখা যাচ্ছে বরফে ঢাকা পাহাড়ের মধ্যেই কাজ করছে শ্যুটিং টিম। ধরা পড়েছে পাহাড়ী সৌন্দর্য্যও।View this post on InstagramUp above the world so high ???? #SAAHO #EuropeSched ???? @shraddha.naik
‘সাহো’ ছবির পোস্টার ইতিমধ্যেই সামনে এসেছে। সেখানে রয়েছে শ্রদ্ধার ছবি। কিন্তু শোনা যাচ্ছে ‘সাহো’ ছবিতে দেখা যাবে দক্ষিনী অভিনেতা প্রভাসকেও। এছাড়াও ছবিতে থাকছেন জ্যাকি শ্রফ, নীল নিতিন মুকেশ ও আরও অনেককে। তামিল, তেলেগু ও হিন্দিতে মুক্তি পাবে এই ছবি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















