এক্সপ্লোর
রহমানের সঙ্গে ‘রাবণ’-এর গান গাইলেন শ্রুতি

মুম্বই: এ আর রহমানের সঙ্গে ‘রাবণ’ ছবির ‘রঞ্ঝা রঞ্ঝা’ গান গাইলেন শ্রুতি হাসান। যার তার সঙ্গে নয়, খোদ এ আর রহমানের সঙ্গে গলা মেলালেন তিনি। ঐশ্বর্যা রাই বচ্চন অভিনীত ছবিটিতে আসল গানটি গেয়েছিলেন রেখা ভরদ্বাজ। শ্রুতি জানিয়েছেন, সেই গানটিই গাইতে পেরে তিনি খুশি। বিশেষ করে এ আর রহমানের সঙ্গে গান গাওয়া একটি বিশেষ অভিজ্ঞতা। গোটা অর্কেস্ট্রার সঙ্গে লাইভ গান গাওয়ার সুযোগ পেয়ে তিনি কৃতজ্ঞ। এমটিভি আনপ্লাগড সেশন ৬-এর জন্য ‘রঞ্ঝা’ গেয়েছেন কমল হাসান কন্যা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















