Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লর প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন পরিবারের
প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন করলেন তাঁর পরিবারের সদস্যরা।
![Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লর প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন পরিবারের Sidharth Shukla death anniversary: Actor's family members attend prayer meet with Brahma Kumaris, know in details Sidharth Shukla: সিদ্ধার্থ শুক্লর প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন পরিবারের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/09/02/14499662624287d7c8254522ec8353e71662121489093214_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গত বছর সেপ্টেম্বরে প্রয়াত হন বলিউড অভিনেতা সিদ্ধার্থ শুক্ল (Sidharth Shukla)। তাঁর এই অকাল প্রয়াণে মারাত্মকভাবে ভেঙে পড়েন তাঁর অনুরাগীরা। সিদ্ধার্থ শুক্ল মারা গিয়েছেন, দেখতে দেখতে একটা বছর কেটে গেল। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে বিশেষ আয়োজন করলেন তাঁর পরিবারের সদস্যরা।
সিদ্ধার্থ শুক্লর প্রথম মৃত্যুবার্ষিকী-
টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্ল গল বছর সেপ্টেম্বরে হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নিয়ে যাওয়ার পর্যন্ত সময় দেননি তিনি। হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মারা যান। তাঁর প্রথম মৃত্যুবার্ষিকীতে তাঁর মা এবং পরিবারের অন্যান্য সদস্যরা ব্রহ্ম কুমারিতে গিয়ে কিছুক্ষণ কাটিয়ে এলেন।
আরও পড়ুন - Kartik Aaryan: 'স্বপ্ন দেখা ছেড়ে দেব?', কেন বললেন কার্তিক আরিয়ান?
প্রসঙ্গত, কিছুদিন আগেই ট্যুইটারে টিনা আহুজা নামে এক নেটিজেনের ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে পঞ্জাবী হার্টথ্রব শেহনাজ গিল অটোগ্রাফ দিচ্ছেন। আর সেখানে তিনি লিখলেন সিদ্ধার্থের নামে 'সিড', আর তার নিচে শেহনাজের 'নাজ়'। প্রিয় মানুষের মৃত্যুর বেশ কয়েক মাস কেটে যাওয়ার পরও তাঁকে মনের সিংহাসনে স্থান দিয়ে রেখেছেন অভিনেত্রী। আর তা দেখেই আবেগে ভাসল নেটপাড়া। যেন সিদ্ধার্থই শেহনাজের 'গার্ডিয়ান এঞ্জেল'। ওই নেটিজেন ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'যেভাবে তিনি অটোগ্রাফ দিলেন এবং সিডনাজ় পাশাপাশি না লিখে সিড ওপরে ও তার নিচে নাজ লিখলেন, আমার মনে হল এখন তিনি সিদ্ধার্থকে উঁচু স্থানে রেখেছেন।' ভিডিও দেখে চোখ ভিজেছে অনুরাগীদের। অনেকেই ওই ভিডিওর নীচে নিজেদের মন্তব্য প্রকাশ করেছেন। কেউ কেউ বলছেন, 'ওঁরা কখনও আলাদা হতে পারবে না। সিডকে সর্বদা মাথার মুকুট করে রাখবে।'
'বাবুল কা অঙ্গন ছুটে না' দিয়ে পর্দায় আত্মপ্রকাশ হয় সিদ্ধার্থ শুক্লর। এরপর একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করেছেন। তাঁকে দেখা গিয়েছে 'বালিকা বধূ' ধারাবাহিকেও। যেখানে আর এক প্রয়াত অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর অনস্ক্রিন কেমিস্ট্রি চর্চার বিষয় হয়। বড় পর্দাতেও অভিনয় করেছেন সিদ্ধার্থ। 'হাম্পটি শর্মা কি দুলহনিয়া' ছবিতে অভিনয় করেন তিনি। টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো 'বিগ বস'-এ প্রতিযোগী হিসেবে দেখা যায় তাঁকে। সেই শো তিনি জেতেনও। সেখান থেকেই তাঁর জনপ্রিয়তা আরও বাড়ে। পাশাপাশি 'বিগ বস'-এর ঘরে অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে তাঁর সম্পর্ক তাঁদের আরও জনপ্রিয় করে তোলে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)