এক্সপ্লোর
করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী অভিজিতের ছেলে ধ্রুব, কেমন আছেন?
আপাতত তাঁর শরীরে কোনও করোনা উপসর্গ নেই। হালকা সর্দি-কাশি আছে মাত্র। বাড়িতেই কোয়ারেন্টিন থাকবেন ধ্রুব। আছেন চিকিৎসকের পরামর্শেই। মেনে চলছেন সুরক্ষাবিধি।

অভিজিতের ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবি।
মুম্বই: বিনোদন জগতে করোনার থাবা ক্রমেই চওড়া হচ্ছে। এবার করোনা আক্রান্ত সঙ্গীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্যর ছেলে ধ্রুব ভট্টাচার্য। শিল্পী জানিয়েছেন, ছেলে ধ্রুব দেশের বাইরে যাওয়ার পরিকল্পনা করছিলেন। নিয়মমাফিক করোনা পরীক্ষা করাতে হয় তার আগে। তখনই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। আপাতত তাঁর শরীরে কোনও করোনা উপসর্গ নেই। হালকা সর্দি-কাশি আছে মাত্র। বাড়িতেই কোয়ারেন্টিন থাকবেন ধ্রুব। আছেন চিকিৎসকের পরামর্শেই। মেনে চলছেন সুরক্ষাবিধি। কেমন আছেন অভিজিৎ? সঙ্গীতশিল্পী জানালেন, তিনি ভাল আছেন। শ্যুটিং করছেন কলকাতায়। তার আগেই নিয়ম মেনে করোনা পরীক্ষা করিয়েছেন অভিজিৎ। ফল নেগেটিভ এসেছে বলেই তিনি কাজ করে যাচ্ছেন। যদিও ছেলের করোনা-রিপোর্ট পজিটিভ আসার পর আবার তাঁর পরীক্ষা করা হবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















