Lopamudra Mitra on Social Media: 'গান বেচে খাই, খারাপ লাগলেও, এটা সত্যি', বিস্ফোরক লোপামুদ্রা
সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও কটাক্ষর বিরুদ্ধে ফের একবার মুখ খুললেন সঙ্গীতশিল্পী লোপামুদ্র মিত্র। গানের উদার গলার পাশাপাশি, প্রতিবাদের ক্ষেত্রেও সবসময় সরব হন তিনি।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় লম্বা পোস্ট, সেখানেই নিজের মনের কথা উজাড় করে দিলেন সঙ্গীতশিল্পী। সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং ও কটাক্ষর বিরুদ্ধে ফের একবার মুখ খুললেন সঙ্গীতশিল্পী লোপামুদ্র মিত্র। গানের উদার গলার পাশাপাশি, প্রতিবাদের ক্ষেত্রেও সবসময় সরব হন তিনি।
আজ সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা চওড়া পোস্ট করেন সঙ্গীতশিল্পী। সেখানে তিনি লেখেন, 'আমার কিছু কথা আছে। গান গাই, গান বেচে খাই। শুনতে খারাপ লাগলেও, এটাই সত্যি। আমাদের দিনযাপনে কোন স্বপ্ন নেই আর। শুধু ঈশ্বরের বিশেষ কৃপায় আপনি আমাকে চেনেন, নামে জানেন, ছবিতে চেনেন, কণ্ঠস্বর চেনেন। আমরা মানুষ, আপনারই মতো।পাখি নই।পাখি নিজে নিজেই গান গায় । পোকামাকড় , দানা খেয়ে , তারপর গান গেয়ে বেড়ায়।আমাদের কিন্তু গান শিখে, চর্চা করে, কপালে শিকে ছিঁড়লে তবেই গান গাওয়াকে পেশা করা যায়। আমাদের খাবার যোগাড়ের জন্যই গান গাইতে হয়।সঙ্গে ১০/১২ টা পরিবার , তারা কেউ যন্ত্র বাজায়, কেউ মাইক বাজায়, কেউ বা আলো করে।কিন্তু তারাও খায়, আপনার মতোই। আমাদেরও মন আছে। আমাদেরও শখ আছে। আমাদেরও সংগ্রাম আছে। হ্যাঁ, এটাও সত্যি, ঈশ্বর সকলকে দেন না। কি করব, বলুন?? যা পেয়েছি, তা ঈশ্বরের দান। আজ সোশ্যাল মাধ্যমে আমি, আপনি, আমরা সবাই এক খোপে। কেউ ইস্কুলে পড়াই, কেউ চাষ করি, কেউ মুদির দোকান চালাই, কেউ বড় কাছারিতে চাকরি করি, কেউ ছোট কাছারিতে, তার মধ্যেই কেউ ঈশ্বরের একটু বেশি পক্ষপাত দোষে গান গাই আবার কেউ ভিক্ষাও করি।নাম যশ কেনা যায় না। ওটা ঈশ্বরের দোষ। উনি দিয়েছেন, বা দেননি। আপনি ওপরের আলো দেখছেন, যেটা ঈশ্বর প্রদত্ত । আলোর ভিতরের মানুষ আর আপনি এক রক্ত মাংসের মানুষ । তাই আঘাত করলে দুবার ভাবুন।একটু ভাবুন। আরও অনেক কথা বলার আছে। অনেক কথা। যতো আঘাত পাবো, ততো বলতে পারবো, আমাদের কথা। অতিমানব টাইপ, আমাদের কথা।' (অপরিবর্তিত)
ঘটনার সূত্রপাত একটু পুরনো। কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় লোপামুদ্রা নিজের বুটিক নিয়ে একটি পোস্ট করেছিলেন। সঙ্গীতশিল্পী হয়ে বুটিক চালানোর জন্য তাঁকে কটাক্ষ করেন নেটিজেনরা। সোশ্য়াল মিডিয়ায় অনেকে তাঁকে 'শাড়ি বিক্রি করেন' বলেও কটাক্ষ করেন। সেই পোস্টের উত্তরই যেন সোশ্যাল মিডিয়ায় উজাড় করে দিলেন সঙ্গীতশিল্পী।