Sonam Kapoor's birthday party: সোনম কপূরের জন্মদিনের পার্টিতে দেখা মিলল না এই বিশেষ ব্য়ক্তির!
Sonam Kapoor's birthday party: লন্ডনের মাটিতে জন্মদিন উদযাপন করলেন 'নীরজা' অভিনেত্রী।
কলকাতা: কেক, বেলুন, ফুল, রকমারী খাবারের সম্ভার। সোনম কপূরের জন্মদিনের পার্টিতে সবকিছুই ছিল যথাযথ। কিন্তু ছিলেন না এই বিশেষ ব্য়ক্তি। কে তিনি?
গত শুক্রবার ছিল অভিনেত্রী সোনম কপূরের জন্মদিন। আর এই বিশেষ দিনটি লন্ডনে নিজের পরিবারের লোক ও বন্ধুবান্ধবদের সঙ্গে কাটালেন অভিনেত্রী। আজ অর্থাৎ রবিবার সোশ্য়াল মিডিয়ায় এই পার্টির একাধিক ছবি শেয়ার করেছেন 'নীরজা' অভিনেত্রী। এদিন সোনম লাল রঙের পোশাকে সজ্জিত হয়েছিলেন। সঙ্গে ছিল ছোট্ট বায়ু ও স্বামী আনন্দ আহুজা। গত বছরের অগাস্টে পুত্র বায়ুকে পৃথিবীতে স্বাগত জানানোর পর এটি ছিল সোনমের প্রথম জন্মদিন।
উল্লেখ্য়, সোনম কপূরের জন্মদিনে অনুপস্থিত ছিলেন বাবা অনিল কপূর। তবে সোনমের জন্মদিনের দিন একটি ছবি পোস্ট অভিনেত্রী লিখেছিলেন, “আমার হৃদয়ের একটি বড় টুকরো লন্ডনে রয়েছে এবং আমি আজ তাকে একটু অতিরিক্ত মিস করছি… সোনম, তোমার ভালবাসা, উদারতা এবং উপস্থিতি আমাদের হৃদয়কে পূর্ণ করে, এবং তোমাকে ছাড়া আমাদের বাড়ি খালি মনে হয়। তোমাকে খুব মিস করছি, আনন্দ এবং আমার প্রিয় ছোট্ট মানুষ বায়ুকে!”
আরও পড়ুন...
লং কোভিড রুখে দিতে পারে ডায়াবেটিসের এক ওষুধ ! ল্যানসেটের গবেষণায় নতুন দিশা
প্রসঙ্গত,উইন্ডসর রাজপ্রাসাদে রাজা চার্লসের (King Charles) রাজ্যাভিষেকের অনুষ্ঠানে ডাক পেয়েছিলেন বলিউড অভিনেত্রী সোনম কপূর। রাজা চার্লসের অভিষেকের অনুষ্ঠানে কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যারে যোগ দিতে গিয়েছিলেন অভিনেত্রী। আর সেই ছবিই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অনিল কপূরের কন্যা। তবে অনুষ্ঠানের ছবি নয়, কেবলমাত্র নিজের চোখ ধাঁধানো, অভিজাত সাজের ছবিই শেয়ার করে নিয়েছেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় তিনি এই ছবি শেয়ার করে লিখেছিলেন, 'ঐতিহাসিক মুহূর্ত ফ্যাশনের মুহূর্তও বটে। কমনওয়েলথ ভার্চুয়াল কয়্যারে যোগ দিতে পেরে আমি ধন্য। দুই দেশের ফ্যাশান বিশেষজ্ঞরা সাজিয়ে তুলেছেন আমায়। এই মিলনে আমি আপ্লুত। আর এঁদের মধ্যে একজন তো সেই দেশের মানুষ, যে দেশকে আমি নিজের বলি।'
সোনমের এই মুক্তোরঙা পোশাক বানিয়েছিলেন পোশাকশিল্পী অনামিকা খন্না ও পোশাকশিল্পী এমিলিয়া উইকস্টেড। ১৭ ও ১৮ শতকের শিল্পের অনুপ্রেরণায় তৈরি হয়েছে সোনমের পোশাক। অনামিকা আদপে কলকাতার শিল্পী। তারই হাতের ছোঁয়া সেজে উঠেছেন বলিউডের ফ্যাশানিস্তা। সোনমের পোশাকে সুক্ষ কাজের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে ফুল, লতা-পাতা ও পাখির ছবি।