Anil Kapoor Birthday: অনিল কপূরের জন্মদিনে বিশেষ শুভেচ্ছাবার্তা স্ত্রী-কন্যাদের
Happy Birthday Anil Kapoor: অভিনেতার জন্মদিনে বিশেষ ছবি পোস্ট করলেন কন্যা সোনম কপূর। একরত্তি সন্তান বায়ুর সঙ্গে অনিল কপূরের বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন।
মুম্বই: আজ জন্মদিন বলিউড অভিনেতা অনিল কপূরের (Anil Kapoor)। নেট দুনিয়ায় উপচে পড়ছে শুভেচ্ছাবার্তা। সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য তারকারা অনিল কপূরকে জন্মদিনের (Happy Birthday Anil Kapoor) শুভেচ্ছা জানাচ্ছেন। অভিনেতার জন্মদিনে বিশেষ ছবি পোস্ট করলেন কন্যা সোনম কপূর। একরত্তি সন্তান বায়ুর সঙ্গে অনিল কপূরের বেশ কিছু ক্যামেরাবন্দি মুহূর্ত শেয়ার করেছেন। সঙ্গে লিখেছেন নানা কথা।
অনিল কপূরের জন্মদিনে সোনম কপূরের পোস্ট-
এদিন অনিল কপূরের জন্মদিনে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন সোনম কপূর। পুত্র বায়ুর সঙ্গে অভিনেতার ক্যামেরাবন্দি মুহূর্ত রয়েছে সেখানে। সঙ্গে রয়েছে সোনম এবং রিয়ার ছোটবেলার নানা মুহূর্তও। বাবাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সোনম কপূর লিখেছেন, 'শুভ জন্মদিন পৃথিবীর সবথেকে সেরা বাবাকে। আমি তোমায় খুব ভালোবাসি। তুমি সেরা তুমি মহান। তুমি আমাদের জন্য় যা করেছো, তা আমাদের কাছে আশীর্বাদের। ভালোবাসি তোমায় বাবা। তোমার মেয়ে হয়ে গর্বিত।' অনিল কপূরকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন স্ত্রী সুনীতা কপূরও।
">
">
আরও পড়ুন - Dance Dance Junior season 3: গ্র্যান্ড নয় গ্র্যান্ডেস্ট ফিনালের জন্য তৈরি হচ্ছে 'ডান্স ডান্স জুনিয়র সিজন ৩'