এক্সপ্লোর
Advertisement
(Source: Poll of Polls)
ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য জুহুতে নিজের হোটেল খুলে দিচ্ছেন অভিনেতা সোনু সুদ
সম্প্রতি শাহরুখ খান, তাঁর স্ত্রী গৌরী নিজেদের চারতলা ব্য়ক্তিগত দপ্তরের পুরোটাই কোভিড ১৯ এ আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য ছেড়ে দেওয়ার অফার দিয়েছেন। এজন্য ট্যুইটারে খবরটা শেয়ার করে তাঁদের ধন্যবাদ দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা।
মুম্বই: কোভিড ১৯ সংক্রমণ রুখতে অক্লান্ত পরিশ্রম করে চলা ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীরাই লড়াইয়ের আসল নায়ক। তাই সারা দেশে ওঁদের পাশে প্রত্যেকের দৃঢ়ভাবে দাঁড়ানো জরুরি। এমনই মনে করেন সোনু সুদ। অতিমারীর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়া স্বাস্থ্যকর্মীদের মুম্বইয়ের জুহুতে নিজের হোটেল ছেড়ে দিতে চান বলিউডের এই অভিনেতা।
এক বিবৃতিতে তিনি বলেছেন, লক্ষ, লক্ষ মানুষের জীবন বাঁচাতে দিনরাত কাজ করে চলা নার্স, ডাক্তার ও প্য়ারামেডিকেল কর্মীদের জন্য এটুকু করতে পারাটা আমার কাছে সম্মানের ব্য়াপার। এই প্রকৃত হিরোদের জন্য় আমার হোটেলের দরজা খুলে দিতে পেরে আমি সত্যিই খুশি।
সম্প্রতি শাহরুখ খান, তাঁর স্ত্রী গৌরী নিজেদের চারতলা ব্য়ক্তিগত দপ্তরের পুরোটাই কোভিড ১৯ এ আক্রান্ত রোগীদের চিকিত্সার জন্য ছেড়ে দেওয়ার অফার দিয়েছেন। এজন্য ট্যুইটারে খবরটা শেয়ার করে তাঁদের ধন্যবাদ দিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। বলেছে, শাহরুখ-গৌরীকে আমরা ধন্যবাদ দিচ্ছি আমাদের কোয়ারেন্টিনে রাখার সাধ্য বাড়ানোর জন্য তাঁদের চারতলার নিজস্ব অফিস কাজে লাগাতে দেওয়ায়। ওখানে কোয়ারেন্টিন করে রাখা বাচ্চা, মহিলা ও বয়স্কদের জন্য যাবতীয় বন্দোবস্ত থাকবে। নিঃসন্দেহে একটা সময়োপয়োগী, বিবেচনাপ্রসূত উদ্যোগ।
শাহরুখ করোনা উদ্ভূত পরিস্থিতিতে গৃহহীনদের খাবারের বন্দোবস্তও করছেন। তিনি ও গৌরী ও তাঁদের বিজনেস পার্টনার জুহি চাওলা, জয় মেহতা তাঁদের আইপিএল ফ্র্যাঞ্চাইসি কলকাতা নাইট রাইডার্সের মাধ্যমে প্রধানমন্ত্রীর পিএম-কেয়ার্স ফান্ডেও ডোনেশন দেবেন বলে ঘোষণা করেছেন, যার জন্য অসংখ্য অনুরাগীর মন জয় করেছেন তাঁরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফ্যাক্ট চেক
জেলার
খবর
Advertisement