Sonu Sood News : ১০ লক্ষ টাকার জালিয়াতিতে কীভাবে জড়ালেন? সব প্রশ্নের জবাব দিলেন সোনু সুদ নিজেই
'এটা দুঃখজনক যে সেলিব্রিটিরা সফট টার্গেটে পরিণত হয়েছে, আমরা এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেব' লিখলেন সোনু।

মুম্বই: সোনু সুদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে পঞ্জাবের লুধিয়ানার এক আদালত। একটি আর্থিক দুর্নীতির মামলায় তাঁর নাম জড়িয়েছে। তার জেরেই এই গ্রেফতারি পরোয়ানা। আর এই খবর সামনে আসার কিছুক্ষণের মধ্যেই প্রতিক্রিয়া দিয়েছেন জনপ্রিয় অভিনেতা,সমাজসেবী সোনু সুদ। তিনি নিজের অবস্থান স্পষ্ট করে দিয়েছেন।
ঘটনাটি কী ?
সম্প্রতি লুধিয়ানা আদালতে একটি মামলা ওঠে। সেখানে এক আইনজীবী একটি আর্থিক জালিয়াতি নিয়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন। সূত্রের খবর, আইনজীবী রাজেশ খান্নার করা মামলার ভিত্তিতে এই পদক্ষেপ। এই মামলায় অভিযুক্ত সোনু নন, তাঁকে সাক্ষ্য দিতে ডাকা হয়েছিল। সরাসরি সোনু সুদের বিরুদ্ধে নয়। অভিযোগ, মোহিত শুক্ল নামের এক ব্যক্তি 'রিজিকা কয়েন' নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ টাকা বিনিয়োগ করতে বলেন। সেই মামলায় আদালতে সোনুকে সাক্ষী দেওয়ার জন্য তলব করা হয়। কিন্তু তিনি আদালতে হাজিরা দেননি। সোনুর গরহাজিরার বিষয়টিই তাঁর বিরুদ্ধে গিয়েছে । বিচারক তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।
সোনুর প্রতিক্রিয়া
তিনি জানান, একটা বিষয় স্পষ্ট করে দেওয়া দরকার। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতিবেদনগুলি অনেকক্ষেত্রে অতিরঞ্জিত। বিষয়টি সহজ করে বলতে গেলে, মামলাটি তৃতীয় পক্ষের সঙ্গে সম্পর্কিত। এই মামলায় মাননীয় আদালত সাক্ষী হিসাবে তাঁকে তলব করেছে। সোনু স্পষ্ট করে দেন, এই মামলার সঙ্গে তাঁর কোনও সম্পর্ক বা সংযোগ নেই। ইতিমধ্যেই তাঁর আইনজীবীর পক্ষ থেকে যা করণীয়, করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি তিনি একটি বিবৃতি দেবেন, য বিষয়টি স্পষ্ট করে দেবে, জানিয়েছেন অভিনেতা। তিনি এও স্পষ্ট করেছেন, এই বিনিয়োগের তিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর নন। কোনওভাবে যুক্তও নন। সোনুর মতে, 'অপ্রয়োজনীয়' কারণে, শুধুমাত্র সংবাদমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য এটি করা হয়েছে। 'এটা দুঃখজনক যে সেলিব্রিটিরা সফট টার্গেটে পরিণত হয়েছে, আমরা এই বিষয়ে কঠোর ব্যবস্থা নেব'
সোনু গ্রেফতার হতে পারেন, এই খবরে উদ্বেগে তাঁর অনুরাগীরা। কোভিড কাল থেকে সোনু সুদ মানেই অসহায় মানুষের পাশে দাঁড়ানো। সেই সোনুর নাম এবার বিনিয়োগ সংক্রান্ত জালিয়াতি মামলায় জড়ানোয় মন খারাপ অনুরাগীদের। সোনুর বিবৃতি তাঁদের কিছুটা আশ্বস্ত করবে নিঃসন্দেহে। এখন ১০ ফেব্রুয়ারির মধ্যে আর কী ঘটে , সেদিকেই তাকিয়ে সোনু-ভক্তরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
