'Ekla Ghor' Trailer: প্রেমের মাসে প্রেমের ছবির ট্রেলার প্রকাশ্যে, আসছে ঋষভ-ঐশ্বর্যের 'একলা ঘর'
'Ekla Ghor': মুক্তি পেল ভালবাসার ছবি 'একলা ঘর'-এর অফিসিয়াল ট্রেলার। ছবিতে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা ঋষভ বসু ও অভিনেত্রী ঐশ্বর্য সেন। ছবিটি মুক্তি পাবে ২৪ ফেব্রুয়ারি, শুধুমাত্র 'নজরুল তীর্থ'-এ।
কলকাতা: প্রেমের মাসেই মুক্তি পেল বহু প্রতীক্ষিত 'একলা ঘর' ছবির ট্রেলার (Ekla Ghor Official Trailer Out)। ভালবাসার ছবির ট্রেলার প্রকাশের জন্য এর থেকে ভাল সময় আর কীই বা হতে পারে। ছবিতে জুটি বাঁধবেন ঋষভ বসু (Rishav Basu) ও ঐশ্বর্য সেন (Aishwarya Sen)।
প্রকাশ্যে 'একলা ঘর' ট্রেলার
প্রেমের মাসে মুক্তি পেল ভালবাসার ছবি 'একলা ঘর'-এর অফিসিয়াল ট্রেলার। ছবিতে জুটি বাঁধতে চলেছেন অভিনেতা ঋষভ বসু ও অভিনেত্রী ঐশ্বর্য সেন। ছবিটি মুক্তি পাবে ২৪ ফেব্রুয়ারি, শুধুমাত্র 'নজরুল তীর্থ'-এ। এরপর ছবিটি ২৮ ফেব্রুয়ারি থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম 'মোজোপ্লেক্স'-এ (Mojoplex OTT) দেখা যাবে।
বড়পর্দায় জুটি বাঁধছেন অভিনেতা ঋষভ বসু ও অভিনেত্রী ঐশ্বর্য সেন। প্রকাশ্যে এল ওয়েব ছবির অফিসিয়াল ট্রেলার। ছবির নাম 'একলা ঘর'। ছবির পরিচালনার দ্বায়িত্বে রয়েছেন পরিচালক সৌম্যজিত আদক (Soumojeet Adak) ও তাঁর টিম।
পুরোপুরি প্রেমের গল্পে ভিন্ন চরিত্রে দেখা যাবে অভিনেতা ঋষভকে। সঙ্গে ঐশ্বর্য সেন। নব্বই দশকের নস্টালজিয়াকে তুলে ধরা হয়েছে এই ছবিতে। পরিচালক সৌম্যজিত আদক বলেন, 'পৃথিবীর সবচেয়ে অদ্ভুত ও আশ্চর্যজনক অনুভূতি হচ্ছে ভালবাসা। নিজের ভালবাসার মানুষটিকে সারা জীবন আগলে ধরে রাখার জন্য মানুষ সব কিছু করতে পারে, আর কখনও কখনও তাকে না পাওয়ার ব্যথায় স্মৃতি আচ্ছাদনে কাটিয়ে দেয় সারাজীবন। এমনই একটা নিখাদ ভালবাসার গল্প হল 'একলা ঘর'। যার প্রতিটি ছত্রে রয়েছে ভালবাসার এক পবিত্র আবরণ।'
ছবিতে অভিনেতা ঋষভ বসুকে দেখা যাবে অম্লানের চরিত্রে। অভিনেত্রী ঐশ্বর্য সেনকে দেখা যাবে সুপ্রিয়ার চরিত্রে। অন্যদিকে অভিনেত্রী নিকিতা ধামিজাকে দেখা যাবে লেখিকা অন্তরার চরিত্রে।
View this post on Instagram
আরও পড়ুন: Sonu Nigam Update: সোনুর কনসার্টে হামলার ঘটনায় আটক বিধায়ক-পুত্র, ক্ষমা চাইলেন বোন
'একলা ঘর' ছবির প্রযোজনার দায়িত্ব সামলেছেন 'হোয়াইট ফেদার্স সংস্থা'র কর্ণধার প্রদীপ বাজাজ। ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শিঞ্জন বসু, হিয়া রায়, মৌপ্রিয়া গোস্বামী, সমর দাস, রাই দাস প্রমুখ। পরিচালনার পাশাপাশি এই ছবির কাহিনি লিখেছেন সৌমজিত আদক। ছবির সংলাপ ও দৃশ্য সজ্জায় রয়েছেন সমীর কৌশিক। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন কৃষ্ণেন্দু রাজ আচার্য্য। ছবিতে গান গেয়েছেন সেঁজুতি দাস, দেবাঞ্জলি লিলি, পূর্বিতা ও জিষ্ণু। ছবির শ্যুটিং হয়েছে কলকাতা শহরের বিভিন্ন প্রান্তে।