(Source: ECI/ABP News/ABP Majha)
Sourav to Aindrila: 'মিষ্টি তোকে চিরকাল ভালবাসব আর ভাই সব্যর খেয়াল রাখব', লিখছেন সৌরভ
Actor Sourav to Aindrila: আজ ঐন্দ্রিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে নিজের ফেসবুক প্রোফাইল সরিয়ে দিলেন সব্যসাচী। গতকালই তিনি ঐন্দ্রিলা শর্মার অসুস্থতা সংক্রান্ত যাবতীয় পোস্ট মুছে দিয়েছিলেন।
কলকাতা: একেবারে প্রথম থেকেই ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)-র লড়াইয়ের সঙ্গে ছিলেন তিনি। কিন্তু কাজের প্রয়োজনে বিদেশে পাড়ি দিতে হয়েছে তাঁকে। প্রত্যেক মুহূর্তে বন্ধুর খোঁজ নিয়ে গিয়েছেন তিনি। আজ, বন্ধুর হেরে যাওয়া যেন মেনে নিতে পারছেন না তিনি। সৌরভ দাস (Sourav Das)। সোশ্যাল মিডিয়ায় আবেগ ঝরে পড়ল অভিনেতার লেখায়।
সৌরভ লিখছেন, 'ও জিতে গিয়েছে। ঐন্দ্রিলা এর থেকে অনেক ভাল মানুষ, ভাল জায়গা পাওয়ার জন্য। এই পৃথিবীর থেকে একটা অনেক ভাল জায়গায় ও শান্তিতে আছে। আমি আর ভাই, আর তোমার সব্যর খেয়াল রাখব। মিষ্টি তোকে ভালবাসি। যেমন চিরকাল সবাই ভালবেসেছি। এখন সব্যসাচীকে দয়া করে কেউ ফোন করবেন না। সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে লড়াই করার জন্য। ঐন্দ্রিলার সঙ্গে লড়াই করার জন্য।'
অন্যদিকে, আজ ঐন্দ্রিলার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরে নিজের ফেসবুক প্রোফাইল সরিয়ে দিলেন সব্যসাচী। গতকালই তিনি ঐন্দ্রিলা শর্মার অসুস্থতা সংক্রান্ত যাবতীয় পোস্ট মুছে দিয়েছিলেন। শনিবার অর্থাৎ গতকাল থেকেই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে ঐন্দ্রিলার। এর আগে ঐন্দ্রিলার জন্য প্রার্থনা করার কথা লিখেছিলেন সব্যসাচী। সেই ডাকে একত্রিত হয়েছিলেন টলিউডের সবাই। ঐন্দ্রিলার সুস্থতা কামনায় সবাই প্রার্থনা করেছিল মন থেকে। কিন্তু মাঝে মাঝে মিরাকল হয় না, প্রার্থনাও হেরে যায় শারীরিক লড়াইয়ের কাছে।
আরও পড়ুন: Aindrila Sharma Demise: ফিরতে চেয়েও হল না ফেরা, দেশ-কালের সীমানা পেরোলেন ঐন্দ্রিলা, শেষকৃত্য আজই
সব্যসাচীর প্রোফাইলে ঝলমল করছিল ঐন্দ্রিলার ছবি। কিন্তু আজ তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পরার পরে ফেসবুকে আর কোনও অস্থিত্ব নেই সব্যসাচীর। ইনস্টাগ্রামে অবশ্য এখনও রয়েছে সব্যসাচীর প্রোফাইল। তবে সেখানে তেমন সক্রিয় নন অভিনেতা। বন্ধু সৌরভ দাস সবাইকে অনুরোধ করেছেন সব্যসাচীর সঙ্গে এখন যোগাযোগের চেষ্টা না করতে। সম্ভবত শোকের আবহে নিরবতা বজায় রাখতেই প্রোফাইল সরিয়ে নিয়েছেন সব্যসাচী।