'হাল ছেড়ো না', সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা শ্রাবন্তীর
পুলের জলে কালো স্নান পোশাকে শুয়ে রয়েছেন তিনি। তাকিয়ে আছেন দূরের দিকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া নিজের নতুন ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের চোখে মুখে কোনও সাজসজ্জা নেই, রয়েছে আত্মবিশ্বাসের ছাপ।

কলকাতা: পুলের জলে কালো স্নান পোশাকে শুয়ে রয়েছেন তিনি। আনমনে তাকিয়ে আছেন দূরের দিকে। দিগন্তে উঁকি দিচ্ছে সমুদ্র। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া নিজের নতুন ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের চোখে মুখে কোনও সাজসজ্জা নেই, রয়েছে আত্মবিশ্বাসের ছাপ। নতুন ছবি আপলোড করে ক্যাপশানে শ্রাবন্তী লিখলেন, 'হাল ছেড়ো না। কারণ পৃথিবী তোমার সেরাটা পেতে চায়।'
সম্প্রতি মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন সেই সব ছবি। সঙ্গী? ছেলে ঝিনুক। তাঁর প্রোফাইলেও রয়েছে মলদ্বীপের ছবি। তবে শোনা যাচ্ছে, ঝিনুকের সঙ্গে মলদ্বীপে গিয়েছেন তাঁর বিশেষ বন্ধু দামিনীও। তাঁর প্রোফাইলেও দেখা যাচ্ছে মলদ্বীপ ভ্রমণের ছবি। কিন্তু একসঙ্গে কোনও ছবি আপলোড করেনি মা ছেলে। জানা গেল না, হাসিতে উচ্ছল শ্রাবন্তীর ছবি তুলতে ক্যামেরায় চোখ রেখেছিল কে?






















