এক্সপ্লোর
Advertisement
'হাল ছেড়ো না', সোশ্যাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ বার্তা শ্রাবন্তীর
পুলের জলে কালো স্নান পোশাকে শুয়ে রয়েছেন তিনি। তাকিয়ে আছেন দূরের দিকে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া নিজের নতুন ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের চোখে মুখে কোনও সাজসজ্জা নেই, রয়েছে আত্মবিশ্বাসের ছাপ।
কলকাতা: পুলের জলে কালো স্নান পোশাকে শুয়ে রয়েছেন তিনি। আনমনে তাকিয়ে আছেন দূরের দিকে। দিগন্তে উঁকি দিচ্ছে সমুদ্র। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া নিজের নতুন ছবিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের চোখে মুখে কোনও সাজসজ্জা নেই, রয়েছে আত্মবিশ্বাসের ছাপ। নতুন ছবি আপলোড করে ক্যাপশানে শ্রাবন্তী লিখলেন, 'হাল ছেড়ো না। কারণ পৃথিবী তোমার সেরাটা পেতে চায়।'
সম্প্রতি মলদ্বীপ থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছিলেন সেই সব ছবি। সঙ্গী? ছেলে ঝিনুক। তাঁর প্রোফাইলেও রয়েছে মলদ্বীপের ছবি। তবে শোনা যাচ্ছে, ঝিনুকের সঙ্গে মলদ্বীপে গিয়েছেন তাঁর বিশেষ বন্ধু দামিনীও। তাঁর প্রোফাইলেও দেখা যাচ্ছে মলদ্বীপ ভ্রমণের ছবি। কিন্তু একসঙ্গে কোনও ছবি আপলোড করেনি মা ছেলে। জানা গেল না, হাসিতে উচ্ছল শ্রাবন্তীর ছবি তুলতে ক্যামেরায় চোখ রেখেছিল কে?
কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় এই ছবিটি শেয়ার করেছেন শ্রাবন্তী। কালো পোশাকের সঙ্গে কালো সানগ্লাসে দারুণ মানিয়েছে তাঁকে। ক্যাপশানে তিনি লিখেছেন, 'চলার পথে ব্যর্থতা আসবেই"। তবে এই লেখার মধ্যে দিয়ে নায়িকা কী বোঝাতে চেয়েছেন তা অবশ্য স্পষ্ট নয়। ব্যক্তিগত সম্পর্ক নিয়ে টানাপোড়েন চলছে শ্রাবন্তীর জীবনে। তাও কি বোঝাতে চাইলেন শ্রাবন্তী? আপাতত যাবতীয় জল্পনা থেকে অনেক দূরে তিনি। ব্যস্ত রয়েছেন নিজের রুপোলি পর্দার দুনিয়ায়।
সদ্য মা হয়েছেন নুসরত জাহান। তাঁর মাতৃত্বের প্রত্যেক ধাপেই সঙ্গে ছিলেন বন্ধু শ্রাবন্তী। একসঙ্গে পার্টি করেছেন, সময়ও কাটিয়েছেন তাঁরা। নুসরতের বেবি বাম্পের প্রথম প্রকাশিত ছবিতেও তাঁর সঙ্গে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। ছোট্ট ঈশান আসবার পর নুসরতকে ভালোবাসাও জানিয়েছিলেন শ্রাবন্তী।
নির্বাচন শেষ। শেষ প্রচারও। ফের লাইটস, ক্যামেরা, অ্যাকশানের দুনিয়ায় ফিরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় আবার চেনা ছন্দেই পাওয়া ?যাচ্ছে অভিনেত্রীকে। সম্প্রতি নতুন ওয়েব সিরিজও মুক্তি পেয়েছে তাঁর। বড়পর্দার সফল জুটি নিয়েই ওয়ের সিরিজের দুনিয়ায় পা রেখেছেন তিনি। সিরিজের নাম, 'দুজনে'। অমর ও অহনার গল্প নিয়েই তৈরি হয়েছে সিরিজ 'দুজনে'। মুক্তি পাওয়া ১ মিনিট ৪৮ সেকেন্ডের ট্রেলার জুড়ে যেমন রয়েছে প্রেম ও সম্পর্কের জটিলতা, তেমনই রয়েছে রহস্য, ভয় ও পরিকল্পনার জমাট বুনোট। ট্রেলারে নজর কেড়েছিল 'ও মাই লাভ' গানের ব্যবহার।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement