Sreejita De Marriage: মুম্বইয়ের জনপ্রিয় মুখ, বাঙালি এই অভিনেত্রী বিয়ে সারলেন জার্মানিতে!
Actress Sreejita De Marriage: ২০১৯ সালে মাইকেলের সঙ্গে আলাপ হয়েছিল সৃজিতার। তারপরেই প্রেম। তবে কোভিডের কারণে পিছিয়ে গিয়েছিল তাঁর বিয়ের পরিকল্পনা
কলকাতা: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বাঙালি অভিনেত্রী সৃজিতা দে (Srijita Dey)। যদিও বাংলার চেয়ে হিন্দি ধারাবাহিক ও টেলিভিশন শো-য়েই বেশি জনপ্রিয়তা পেয়েছেন তিনি। 'বিগ বস' (Big Boss) -এ অংশগ্রহণ করেছিলেন তিনি। আর সেখানেই প্রথম জানা গিয়েছিল তাঁর সম্পর্কের কথা। প্রায় চার বছরের সম্পর্ক ছিল অভিনেত্রীর। আর আজ সেই প্রেম পরিণতি পেল বিবাহে।
সৃজিতার প্রেমিক জার্মান, নাম মাইকেল ব্লোম পাপ। তাঁর সঙ্গেই জার্মানির একটি চার্চে বিয়ে সারলেন সৃজিতা। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করে নিয়েছেন তিনি। সাদা অফ শোলডার গাউনে খ্রীস্টান রীতি মেনে সেজেছিলেন বাঙালি অভিনেত্রী। মাথায় ছিল মাটি ছোঁয়া ভেল।
বাঙালি অভিনেত্রী এদিন নিজের সমাজমাধ্যমের পাতায় লেখেন, 'আমরা একে অপরের হাতে হাত রেখে এক নতুন সফর শুরু করছি, যা সারজীবনের।' বিয়ে জার্মানিতে হলেও, শোনা যাচ্ছে আগামী ১৭ জুলাই মুম্বইয়ে রিসেপশনের আয়োজন করেছেন অভিনেত্রী ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধব ও সতীর্থদের জন্য। সেখানে অভিনেত্রীকে কী বেশে দেখা যাবে তা নিয়ে আগ্রহ রয়েছে অনুরাগীদের মধ্যে।
View this post on Instagram
২০১৯ সালে মাইকেলের সঙ্গে আলাপ হয়েছিল সৃজিতার। তারপরেই প্রেম। তবে কোভিডের কারণে পিছিয়ে গিয়েছিল তাঁর বিয়ের পরিকল্পনা। এরপরে ২০২৩ সালের জুলাই মাসকে বিয়ের জন্য বেছে নিয়েছিলেন এই জুটি। সেই মতোই মনের মানুষের শহরে গিয়ে বিয়ে করলেন বাঙালি মেয়ে।
View this post on Instagram
আলো আঁধারিতে ঢাকা সৃজিতার বিয়ের ছবি দেখ মুগ্ধ অনেকেই। সহকর্মী থেকে শুরু করে অনুরাগী, সবাই শুভেচ্ছা জানিয়েছেন তাঁদের। সৃজিতার কথায়, মাইকেলই তাঁর জীবনকে স্থিতধী করেছে।
বাঙালি সৃজিতা আসলে হলদিয়ার মেয়ে। যদিও বর্তমানে তাঁর বাসস্থান মুম্বই। হিন্দি টেলিভিশনে তাঁর অভিষেক হয় ‘কসৌটি জিন্দেগি কে’ ধারাবাহিকের দিয়ে। তার পরে একে একে ‘উত্তরণ’, ‘করম আপনা আপনা’, ‘অন্নু কি হো গয়ি ওয়াহ্ ভাই ওয়াহ্’-র মতো ধারাবাহিকে জনপ্রিয়তা পান।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন