এক্সপ্লোর
Yuzvendra Chahal-Dhanashree Verma Divorce: বিবাহবিচ্ছেদের পর খোরপোশ হিসাবে ধনশ্রীকে ৬০ কোটি টাকা দেবেন চাহাল?
Yuzvendra Chahal: ধনশ্রী বর্মার সঙ্গে ২০২০ সালের ডিসেম্বরে বিবাহবন্ধনে আবদ্ধ হন তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল।

বিবাহবিচ্ছেদের পর বিরাট খোরপোশ! (ছবি: চাহালের ফেসবুক)
1/10

সম্প্রতি ভারতীয় তারকা ক্রিকেটার যুজবেন্দ্র চাহাল ও ধনশ্রী বর্মার বিবাহবিচ্ছেদ নিয়ে জোর জল্পনা শোনা যাচ্ছে।
2/10

দুই তারকাই এই বিষয়ে এখনও পর্যন্ত মুখ না খুললেও, দুইজনেই নিজেদের সোশ্যাল মিডিয়ায় বারংবার ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন। দাবি করা হচ্ছে দুইজনের সরকারিভাবে বিচ্ছেদ খালি সময়ের অপেক্ষা।
3/10

এমনকী চাহালের গুরুগ্রামের বাড়ি ছেড়ে মায়ের সঙ্গে ধনশ্রী আপাতত মুম্বইয়ে নিজের মায়ের সঙ্গেই থাকছেন বলে খবর। তিনি মায়ের সঙ্গে সম্প্রতি এক ছবিও পোস্ট করেন।
4/10

শোনা যাচ্ছে বিবাহবিচ্ছেদের জেরে যুজবেন্দ্র চাহালকে নাকি তাঁর ধনশ্রীকে ৬০ কোটি টাকা খরপোশ দিতে হবে।
5/10

তবে এই বিষয়ে কোনও সত্যতা নেই। এখনও পর্যন্ত গোটা বিষয়ে কোনও সরকারি ঘোষণা হয়নি।
6/10

খোরপোশের ক্ষেত্রে আদালত চাহালের সম্পত্তির পরিমাণ ও ধনশ্রীর ব্যক্তিগত আয়ের বিষয়টা দেখেই বিচার বিবেচনা করবে।
7/10

খবর অনুযায়ী আইপিএলের বাম্পার নতুন চুক্তির পর বর্তমানে চাহালের মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৪৫ কোটি টাকা।
8/10

অপরদিকে, ধনশ্রীর ক্ষেত্রে সম্পত্তির পরিমাণটা ২৫ কোটি বলে দাবি করা হচ্ছে। ধনশ্রী এক ডেনটিস্ট তো বটেই, পাশাপাশি তিনি একজন কোরিওগ্রাফারও।
9/10

এক্ষেত্রে খোরপোশের ক্ষেত্রে কিন্তু আদালত সামান্থা প্রভু ও নাগা চৈতন্যর বিচ্ছেদের ঘটনাটি অনুসরণ করতে পারে।
10/10

তাই আপাতত ধনশ্রীর ৬০ কোটি টাকার খোরপোশ পাওয়ার বিষয়টি গুজব ছাড়া আর কিছুই নয়, তা বলাই বাহুল্য। ছবি- চাহাল, ধনশ্রীর ফেসবুক
Published at : 16 Jan 2025 03:26 PM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আইপিএল
লাইফস্টাইল-এর
জেলার
Advertisement
ট্রেন্ডিং
