Srijit Mukherjee Birthday: জন্মদিনে জেনে নিন সৃজিত মুখোপাধ্যায়কে সাফল্যের শীর্ষে পৌঁছে দিয়েছে তাঁর কোন কোন ছবি
এক ঝলকে দেখে নেওয়া যাক সৃজিত মুখোপাধ্যায়ের কিছু ছবি, যা তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে
কলকাতা: আজ ২৩ সেপ্টেম্বর। আজ জন্মদিন বাংলা ছবির অন্যতম সফল পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের (Srijit Mukherjee)। খুব কম সময়ে সাফল্যের শীর্ষে পৌঁছে যাওয়া বাঙালি পরিচালকদের মধ্যে অন্যতম তিনি। এক দশকেরও বেশি সময় ধরে বাংলা চলচ্চিত্রের জগতে কার্যত দাপিয়ে কাজ করে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। তিনি যে শুধু ছবি পরিচালনাই করেন না। ছবি পরিচালনার পাশাপাশি তিনি অভিনেতা, চিত্রনাট্যকারও।
প্রথম ছবি থেকেই এক কথায় ছক্কা হাঁকাচ্ছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। প্রথম ছবি 'অটোগ্রাফ' বক্স অফিসে ব্যাপক হিট করায় এই ছবি সমালোচকদেরও প্রশংসা অর্জন করে। এরপর থেকে দর্শকদের একের পর এক নানা স্বাদের ছবি উপহার দিয়ে চলেছেন। তবে, তাঁর পরিচালিত ছবি যে শুধু বাংলা ছবির দর্শকদের জন্য় তৈরি হয়েছে, তা নয়। তিনি বাংলার গন্ডি পেরিয়ে ছবি তৈরি করছেন বলিউডেও। পাশাপাশি তাঁর পরিচালিত বাংলা ছবি ফের তৈরি হয়েছেন হিন্দি ভাষাতেও। ফলে সবমিলিয়ে তিনি যে বাংলার অন্যতম সফল পরিচালকদের মধ্যে খুব কম সময়েই জায়গা তৈরি করে নিয়েছেন, তা বলাই বাহুল্য।
আরও পড়ুন - Suhana Khan on Social Media: কালো পোশাকে মোহময়ী শাহরুখ কন্যা সুহানা, মুহূর্তে ইন্টারনেটে ভাইরাল ছবি
এক ঝলকে দেখে নেওয়া যাক সৃজিত মুখোপাধ্যায়ের কিছু ছবি, যা তাঁকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে-
১. অটোগ্রাফ - ২০১০-এ 'অটোগ্রাফ' ছবি দিয়েই টলিউডে কেরিয়ার শুরু করেন সৃজিত মুখোপাধ্যায়। এই ছবির মাধ্যমেই বাংলা ছবির দর্শকরা প্রথমবার সৃজিত মুখোপাধ্যায় এবং প্রসেনজিত চট্টোপাধ্যায়ের যুগলবন্দির ম্যাজিক দেখল। প্রসেনজিত চট্টোপাধ্যায় ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত এবং নোবেলজয়ী অমর্ত্য সেনের মেয়ে নন্দনা দেব সেন। প্রথম ছবি থেকেই দর্শক এবং সমালোচকদের নেক নজরে পড়ে গেলেন সৃজিত মুখোপাধ্যায়।
২. জাতিস্মর - ২০১৪ সালে মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ছবি জাতিস্মর। ছবিতে অভিনয় করেছিলেন, প্রসেনজিত চট্টোপাধ্যায়, যিশু সেনগুপ্ত, স্বস্তিকা মুখোপাধ্যায়, আবির চট্টোপাধ্যায়, রাহুল বন্দ্যোপাধ্যায়, অনন্যা চট্টোপাধ্যায়, খরাজ মুখোপাধ্যায়, মমতা শঙ্করের মতো টলিউডের তাবড় অভিনেতারা। মাল্টিস্টারার এই ছবি শুধু যে সমালোকদেরই প্রশংসা অর্জন করে তাই নয়, ৬১তম জাতীয় পুরস্কারের মঞ্চে মোট চারটি বিভাগে পুরস্কৃত হয়। নিঃসন্দেহে এই ছবি সৃজিত মুখোপাধ্যায়ের কেরিয়ারে মাইলস্টোন হয়ে থাকবে।
আরও পড়ুন - Khatron Ke Khiladi 11: কে জিতলেন 'খতরো কে খিলাড়ি'র ট্রফি? মৌনী রায়ের পোস্টে ফাঁস বিজয়ীর নাম
৩. চতুষ্কোন - ২০১৪-তেই মুক্তি পায় সৃজিত মুখোপাধ্যায়ের পরবর্তী ছবি 'চতুষ্কোন'। তাঁর অন্য়ান্য ছবির মতো এই ছবিও মাল্টিস্টারার। অপর্ণা সেন, গৌতম ঘোষ, চিরঞ্জিত চট্টোপাধ্যায়, পরমব্রত চট্টোপাধ্যায় এবং পায়েল সরকার অভিনীত 'চতুষ্কোণ' তাঁকে ৬২তম জাতীয় পুরস্কার অনুষ্ঠানে সেরা পরিচালক এবং সেরা চিত্রনাট্য বিভাগে পুরস্কার এনে দেয়।
৪. রাজকাহিনী -সৃজিত মুখোপাধ্যেয়র অন্যান্য ছবির মতো মাল্টিস্টারার ছবির ধারা বজায় রয়েছে এই ছবিতেও। তবে, এই ছবির মূখ্য আকর্ষণ অবশ্যই ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয়। পাশাপাশি এই ছবিতে দুর্দান্ত অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন শাশ্বত চট্টোপাধ্যায়, কৌশিক সেন, জয়া আহসান, যিশু সেনগুপ্ত, আবির চট্টোপাধ্যায়, পাওলি দাম থেকে টলিউডের একঝাঁক শিল্পীরা। প্রসঙ্গত, 'রাজকাহিনী'-র তুমুল জনপ্রিয়তার কারণেই পরবর্তীতে পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এই ছবিকেই হিন্দি ভাষায় বলিউডে তৈরি করেন। যেখানে ঋতিপর্ণা সেনগুপ্ত চরিত্রটিতে অভিনয় করেন বিদ্যা বালান।
৫. এক যে ছিল রাজা - পরিচালক সৃজিত মুখোপাধ্যায়কে ৬৬-তম জাতীয় পুরস্কার এনে দিয়েছে তাঁর পরিচালিত এই ছবিই।
এছাড়াও, সৃজিত মুখোপাধ্য়ায়ের পরিচালিত হেমলক সোসাইটি, মিশর রহস্য, জুলফিকর, ইয়েতি অভিযান, গুমনামী, বাইশে শ্রাবণ, দ্বিতীয় পুরুষের মতো প্রতিটি ছবিই দর্শকদের তো বটেই সমালোচকদেরও প্রশংসা কুড়িয়েছে।