Subhashree: 'বৌদি ক্যান্টিন'-এর পৌলমীর বেশে শুভশ্রী, শেয়ার করলেন ছবি
আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ছবিতে তাঁর লুক শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। ক্যাপশানে লিখেছেন, 'পৌলমী আসছে। প্রত্যেক মেয়েদের মনের কথা নিয়ে।'
কলকাতা: সাদামাটা শাড়ি, সিঁথিতে সিঁদুর, কাঁধে ব্যাগ আর হাতে খাবারের ব্যাগ.. নতুন ছবিতে নিজের লুকের প্রথম ছবি শেয়ার করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। নতুন ছবি 'বৌদি ক্যান্টিন'-এর (Boudi Canteen) শ্যুটিং শুরু হবে আগামী মাসের ২০ তারিখে। তবে ইতিমধ্যেই সেট হয়ে গিয়েছে চরিত্রদের লুক। কলকাতার মেয়ে, শেফ আসমা খানের (Asma Khan) জীবন অনুপ্রেরণায় তৈরি হবে এই ছবি।
নতুন ছবি বৌদি ক্যান্টিন-এর গল্প সাজিয়েছেন সোমাশ্রী ঘোষ ও অরিত্র সেন। অতিরিক্ত চিত্রনাট্য লিখেছেন পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee) নিজে। তিনিই এই ছবির পরিচালনা করেছেন। রান্না করতে ভালোবাসে এমন মেয়ের অস্তিত্ব খোঁজবার গল্প বলবে এই ছবি। এই ছবিতে শুভশ্রীর বিপরীতে দেখা যাবে সোহম চক্রবর্তীকে (Soham Chakraborty)।
আরও পড়ুন: শ্যুটিংয়ের ফাঁকে ক্রিকেটীয় আড্ডায় মজে সৌমিত্র-শিবপ্রসাদ, 'বেলাশুরু' ক্যামেরার পিছনের গল্প প্রকাশ্যে
আজ সোশ্যাল মিডিয়ায় নতুন ছবিতে তাঁর লুক শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। ক্যাপশানে লিখেছেন, 'পৌলমী আসছে। প্রত্যেক মেয়েদের মনের কথা নিয়ে।' ‘বৌদি ক্যান্টিন’-এ শুভশ্রীর স্বামীর ভূমিকায় দেখা যাবে পরমব্রতকে। সোহম কোন চরিত্রে থাকবেন তা নিয়ে অবশ্য কিছু জানা যায়নি। অনসূয়া মজুমদার (Anushua Majumdar) থাকছেন শুভশ্রীর শাশুড়ির চরিত্রে। ‘হাবজি-গাবজি’র (Habji Gabji) পর এই ছবিতে ফের জুটি বাঁধছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও শুভশ্রী। উল্লেখ্য, ৩রা জুন মুক্তি পাচ্ছে ‘হাবজি-গাবজি'।
ইতিমধ্যেই মুক্তি পেয়েছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত নতুন ছবি 'অভিযান'। সৌমিত্র চট্টোপাধ্যায়ের জীবনের বিভিন্ন তুলে ধরা হয়েছে এই ছবিতে। সৌমিত্র চট্টোপাধ্যায়ের অল্পবয়সের ভূমিকায় অভিনয় করেছেন যীশু সেনগুপ্ত (Jissu Sengupta)। এই বাছাই কী পরিচালকের নিজের? পরমব্রতর উত্তর দিলেন, 'নাহ.. এই পছন্দ সৌমিত্র জ্যেঠুর নিজেরই। ওনার ছবির আর কোনও বিষয় নিয়ে বক্তব্য ছিল না, কিন্তু তাঁর অল্প বয়সের চরিত্রটি কে করবেন, সেটা নিয়ে মতামত ছিল। আমি ওনাকে ৩-৪টে নাম বলেছিলাম। তার মধ্যে উনি বললেন, 'এই ছবিতে আমার যুবক বয়সের অভিনয় হয় তুই করবি না হয় যীশু। যদি আমার জীবনদর্শককে ধরতে হয়, তাহলে তুই (পরমব্রত) সবচেয়ে সেরা পছন্দ। আর চেহারার দিক দিয়ে সাদৃশ্য পেতে হলে যীশুকে পছন্দ করব।' যীশুর আগে থেকেই এই ছবিতে অভিনয় করার কথা ছিল, তবে তা অতিথি শিল্পী হিসেবে। হঠাৎই ওকে আমি ফোন করে বলি প্রধান চরিত্রে অভিনয়ের কথা। প্রথমটা বেশ চমকে গিয়েছিল যীশু। তারপর অবশ্য আমাদের দুজনের ডেট পেতে একটু বেগ পেতে হয়েছিল। অবশেষে ছবিটা হয়।'
">