Subhasree-Abir: রাজের প্রযোজনায় শুভশ্রী, আবির, সৌরসেনী, রাজের 'বাবলি'-র শুভ মহরত
Subhasree-Abir Film: সোশ্যাল মিডিয়ায় এর আগেই ছবির খবর শেয়ার করে নিয়েছিলেন রাজ ও শুভশ্রী। নতুন বছরের একেবারে শুরুর দিকেই ছবির ঘোষণা করেছিলেন রাজ-শুভশ্রী সকলেই
কলকাতা: এই ছবির খবর প্রকাশ্যে এসেছিল আগেই। ইতিমধ্যেই মহরত হয়ে গেল রাজ চক্রবর্তীর (Raj Chakraborty)-র নতুন ছবি 'বাবলি' (Babli)-র। সোশ্যাল মিডিয়ায় সেই খবর শেয়ার করে নিলেন ছবির নায়িকা, শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)। সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন তিনি। তাঁর হাতে ক্ল্যাপস্টিক। সেখানে লেখা শুভ মহরত (Subha Maharat)।
এই ছবিতে শুভশ্রীর সঙ্গে জুটি বাঁধছেন আবির চট্টোপাধ্যায়ের (Abir Chatterjee) সঙ্গে। গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন সৌরসেনী মৈত্র (Souraseni Maitra)। সোশ্যাল মিডিয়ায় কলাকুশলীদের ছবিও শেয়ার করে নিয়েছেন শুভশ্রী। অভিনেত্রীর পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। অঙ্কুশ হাজরা লিখেছেন, 'অল দ্য বেস্ট' (All The Best)। বুদ্ধদেব গুহ (Buddhadev Guha)-র প্রেমের উপন্যাস 'বাবলি'। তাই অনুসারেই তৈরি হচ্ছে ছবি।
সোশ্যাল মিডিয়ায় এর আগেই ছবির খবর শেয়ার করে নিয়েছিলেন রাজ ও শুভশ্রী। নতুন বছরের একেবারে শুরুর দিকেই ছবির ঘোষণা করেছিলেন রাজ-শুভশ্রী সকলেই। খুব তাড়াতাড়িই শুরু হবে ছবির শ্যুটিং। প্রেমের এই গল্পে, রসায়ন জমবে আবির ও শুভশ্রীর। গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সৌরসেনীকে।
কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ক্রিসমাস উদযাপনের ছবি ভাগ করে নিয়েছিলেন রাজ-শুভশ্রী। সোশ্যাল মিডিয়ায় সদ্যই ক্রিসমাসে ঘরোয়া পার্টির ছবি শেয়ার করে নিয়েছিলেন রাজ ও শুভশ্রী.. সেখানে প্রত্যেকের মাথাতেই দেখা গেল সান্টাক্লজের লাল-সাদা টুপি। ইউভানের চোখে বিশাল এক চশমা আর শুভশ্রীর মাথায় ডিয়ার ব্যান্ড। প্রত্যেকের মুখে হাসি... সোশ্যাল মিডিয়ায় সেই সব ছবি দেখে অনুরাগীরা শুভেচ্ছা আর ভালবাসা জানিয়েছিলেন। হালকা মেকআপে গাঢ় লিপস্টিকে শুভশ্রীকে দেখাচ্ছিল দারুণ। আজ বাইরে উদযাপন না করে, বাড়িতেই পরিবারের সঙ্গে পার্টির আয়োজন করেছিলেন এই তারকা দম্পতি।
সদ্য দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন শুভশ্রী। কোলে এসেছে কন্যাসন্তান। নাম ইয়ালিনি। তবে কন্যার ছবি প্রকাশ্যে আনেননি রাজ ও শুভশ্রী। ইউভান জন্মের পরে সোশ্যাল মিডিয়ায় হামেশাই বিভিন্ন ছবি ভাগ করে নিতেন রাজ ও শুভশ্রী। তবে ইয়ালিনির ক্ষেত্রে এক্কেবারে অন্য পথে হেঁটেছেন তাঁরা। ক্রিসমাসেও প্রকাশ্যে আনেননি ইয়ালিনির ছবি।
View this post on Instagram
আরও পড়ুন: Priyanka Chopra: পরিণীতির বিয়েতে আসেননি, অথচ কঠিন প্রতিযোগীতায় আরেক বোনের পাশেই প্রিয়ঙ্কা