এক্সপ্লোর
Advertisement
ভারতে আসার আগেই ২১ বছর বয়স থেকে হেট মেল পেতে শুরু করি: সানি লিওন
মুম্বই: অ্যাডাল্ট স্টার থেকে বলিউড অভিনেত্রী হয়ে ওঠার আগে থেকেই সমালোচনা তাঁর জীবনের নিত্যসঙ্গী। অনেক আগে থেকেই তিনি বিদ্বেষপূর্ণ মেল পেতে শুরু করেছিলেন সানি লিওন। অনেকেরই ধারনা, ভারতে আসার পর থেকেই সমালোচনার মুখে পড়েন সানি। কিন্তু অভিনেত্রী নিজে জানিয়েছেন, এই ধারণা একেবারেই ভুল। প্রায় ২১ বছর বয়স থেকেই তাঁকে বিদ্বেষপূর্ণ মেল এবং সমালোচনার মুখে পড়েতে হয়েছে। সানি বলেছেন, এভাবে কাউকে বেঁধার ঘটনা কোনও একটি নির্দিষ্ট দেশ বা সমাজে সীমাবদ্ধ নয়। তাঁর আসন্ন বায়োপিক 'করণজিত কউর-দ্য আনটোল্ড স্টোরি অফ সানি লিওন'-এ প্রাক্তন অ্যাডাল্ট স্টার এ কথা জানিয়েছেন।
সিনেমায় একটি ঐতিহ্যবাহী শিখ পরিবারের ছোট্ট মেয়ে থেকে সানির অ্যাডাল্ট স্টার হয়ে ওঠা এবং বলিউডে তাঁর উত্থানের সুদীর্ঘ যাত্রাপথ তুলে ধরা হবে।
জানা গেছে, সানি বলেছেন যে, অন্যান্য পরিবারের মতো তাঁর পরিবারেও সমস্যা ছিল। প্রত্যেকের জীবনের মতো তাঁর জীবনেও ভালোবাসা, ঘৃণা ও আবেগপূর্ণ মুহূর্ত ছিল। তাঁর বাবা-মা এবং ভাই সমস্ত নেতিবাচক দিক থেকে তাঁকে আগলে রেখেছিলেন।
বেবিডল তারকা জানিয়েছেন, মাত্র ২১ বছর বয়সে দর্শকরা যখন আজেবাজে কথা বলেন, তখন তো তার একটি খারাপ প্রভাব পড়েই। সানির স্বীকারোক্তি, তিনি ভেতরে ভেতরে খুবই ভেঙে পড়েছিলেন। ওই সময় পাশে দাঁড়ান তাঁর বাবা-মা। এসব ব্যাপার নিয়ে একেবারে চিন্তাভাবনা না করার পরামর্শ দিয়েছিলেন তাঁরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
খুঁটিনাটি
জেলার
Advertisement