Sunny Leone: লাল শাড়ি পরে বাস্কেটবল কোর্টে সানি লিওনি, 'প্রিয় বন্ধু'র সঙ্গে চলছে ম্যাচ
Sunny Leone: ভিডিওয় গান বাজছে শাহরুখ খানের জনপ্রিয় ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এর 'ইয়ে লড়কা হ্যায় দিওয়ানা'। ছবিতে কাজল ও শাহরুখকে এভাবেই দেখা গিয়েছিল বাস্কেটবল কোর্টে।
নয়াদিল্লি: পরনে লাল শাড়ি (Red Saree), পায়ে ফ্ল্যাট জুতো। সেই পোশাকেই প্রাণপন বল বাস্কেটে ফেলার চেষ্টা। খেলার মুডে ক্যামেরাবন্দি অভিনেত্রী সানি লিওনি (Sunny Leone)। আর খেলার সঙ্গী? স্বামী ড্যানিয়েল ওয়েবার (Daniel Weber)।
বাস্কেটবল কোর্টে সানি-ড্যানিয়েল
সোমবার নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও আপলোড করেন সানি লিওনি। ঝলমলে রোদে টুকটুকে লাল শাড়িতে হাতে বাস্কেট বল (Basket Ball) নিয়ে চলছে খেলা। বরের সঙ্গে খুনসুটিও। বাস্কেটে বল ফেলতে বিশেষ সফল হচ্ছেন না অভিনেত্রী তবে চেষ্টায় কোনও খামতি নেই।
তাঁর এই চেষ্টাকেই সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। ভালবাসা উপচে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। স্বামী-স্ত্রীর মজার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল।
View this post on Instagram
ভিডিওয় গান বাজছে শাহরুখ খানের (Shah Rukh Khan) জনপ্রিয় ছবি 'কুছ কুছ হোতা হ্যায়'-এর (Kuchh Kuchh Hota Hain) 'ইয়ে লড়কা হ্যায় দিওয়ানা'। ছবিতে কাজল (Kajol) ও শাহরুখকে এভাবেই দেখা গিয়েছিল বাস্কেটবল কোর্টে। সেই দৃশ্যই রিক্রিয়েট করার প্রয়াস সানি ও ড্যানিয়েলের। বন্ধুত্বের গানের সঙ্গে ক্যাপশনে লিখলেন, 'তোমার বেস্ট ফ্রেন্ডকে ট্যাগ করো'।
আরও পড়ুন: Gurmeet Debina: বাড়িতে এল একরত্তি রাজকন্যা, কেকে, আদরে উদযাপন গুরমিত, দেবিনার