এই বছরের বহু-প্রতিক্ষিত ছবি ‘বাহুবলী ২’ মুক্তি পেয়েছে। আর তার সঙ্গেই একটা রহস্যের সমাধান হয়েছে। সেটা হল -- কটপ্পা কেন বাহুবলীর হত্যা করেছিলেন? এই প্রশ্নের জবাব জানতে মানুষ এতটাই আকুল ছিলেন, যে প্রথম দিন সব শো হাউসফুল ছিল। দিনের প্রথম শো হোক বা শেষ-- টিকিটের জন্য চারদিকে ছিল হাহাকার। সমালোচকরা ইতিমধ্যেই ছবিকে ভাল রেটিং দিয়েছেন।
10/10
কটপ্পা (শিবগামীকে): শিবগামী, তুমি ভুল করে ফেললে। অনেক বড় ভুল। নিজের ছেলেরই চক্রান্ত তুমি বুঝতে পারনি..