এক্সপ্লোর
মদ-তামাক নয়, খেলার প্রচার করছে, সল্লুর হয়ে ফের সওয়াল সেলিমের
মুম্বই: রিও অলিম্পিকে ভারতীয় দলের শুভেচ্ছা দূত হিসেবে সলমন খানের নিয়োগ ঘিরে বিতর্ক কিছুতেই থামছে না। এরই প্রেক্ষাপটে ফের ছেলের পাশে দাঁড়ালেন বলিউডের প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান। তিনি বলেছেন, এতগুলি বছরে কোনও প্রায় নিয়মিতই সলমনকে ঘিরে বিতর্ক হয়েছে। কিন্তু কোনবারেই তিনি সলমনকে সমর্থন করেননি। এই প্রথম তিনি ছেলের পাশে দাঁড়িয়েছেন। তাই এক্ষেত্রে কোনওভাবেই তাঁকে পক্ষপাতদুষ্ট বলা যায় না বলেও দাবি করেছেন সেলিম খান।
সেমিল টুইটার মারফত্ বলেছেন, এবার আমার মনে হয়েছে যে, সলমন সঠিক কাজ করছে। মদ বা তামাকের প্রচারের বদলে ও খেলাকে প্রোমোট করছে।
উল্লেখ্য, আইওএ শুভেচ্ছা দূত হিসেবে সলমনকে বেছে নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন বক্সার যোগেশ্বর দত্ত এবং কিংবদন্তী স্প্রিন্টার মিলখা সিংহর মতো ক্রীড়া ব্যক্তিত্ব।
এজন্য এর আগে সেলিম খান মিলখা সিংহকে কটাক্ষ করতে ছাড়েননি। সেলিম বলেছিলেন, মিলখাকে বিস্মৃতি থেকে ফিরিয়ে এনেছিল বলিউড।
সেলিমের ওই ট্যুইটের নিন্দায় সরব হন নেটিজেনরা। এর জবাব দিতে গিয়ে সেলিম বলেছেন, ‘আমাকে পক্ষপাতদুষ্ট, একগুঁয়ে আখ্যা দিয়ে ক্ষমা চাইতে বলা হচ্ছে।ঈশ্বর ওদের ক্ষমা করুন, ওরা জানে না ওরা কী করছে- যীশু’।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement