Jai Bhim Awards: 'নয়ডা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এ আরও তিনটি পুরস্কার জিতল 'জয় ভীম'
Jai Bhim Awards: কিছুদিন আগেই শিরোনামে আসে 'জয় ভীম'। ছবির একটি দৃশ্য ও সঙ্গে পরিচালকের গল্পের বর্ণনা দেখানো হয় অস্কারসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।
নয়াদিল্লি: একের পর এক শিখর ছুঁয়ে চলেছে টিজে জ্ঞানভেলের (Director Tha Se Gnanavel) কোর্টরুম ড্রামা, 'জয় ভীম' ('Jai Bhim')। দর্শকদের সঙ্গে সঙ্গে প্রশংসা পেয়েছে সমালোচকদেরও। অভিনেতা সুরিয়ার কাজও প্রবলভাবে প্রশংসিত হয়েছে। এবার তাদের মুকুটে জুড়ল আরও পালক। 'নবম নয়ডা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল ২০২২'-এ (Ninth Noida International Film festival, 2022) তিনটি পুরস্কার পেল 'জয় ভীম'।
এই ছবির জন্য সুরিয়া শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার (Suriya, the Best Actor) এবং লিজোমল জোসে পেলেন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার (Lijomol Jose, the Best Actress)। এছাড়া শ্রেষ্ঠ ছবির তকমাও পেল 'জয় ভীম'। সোমবার ছবির প্রযোজনা সংস্থা '২ডি এন্টারটেনমেন্ট'-এর তরফ থেকে এই খবরটি ট্যুইট করা হয়।
সংস্থার সিইও ট্যুইট করে জানান, 'জয় ভীম' শ্রেষ্ঠ ছবি, শ্রেষ্ঠ অভিনেতা ও শ্রেষ্ঠ অভিনেত্রীর খেতাব জিতেছে নয়ডা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২২-এ।
কিছুদিন আগেই শিরোনামে আসে 'জয় ভীম'। ছবির একটি দৃশ্য ও সঙ্গে পরিচালকের গল্পের বর্ণনা দেখানো হয় অস্কারসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। এটি অস্কারের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রদর্শিত প্রথম ভারতীয় চলচ্চিত্র।
আরও পড়ুন: National Girl Child Day: 'জাতীয় শিশুকন্যা দিবস' উদযাপন হেমা মালিনী ও এষা দেওলের
ইন্ডাস্ট্রি ট্র্যাকার মনোবালা বিজয়বালান ট্যুইট করে লেখেন, 'সুরিয়ার 'জয় ভীম'-এর মুকুটে আরও একটা পালক যুক্ত হল কারণ এটি অস্কার ইউটিউব চ্যানেলে প্রদর্শিত প্রথম ভারতীয় চলচ্চিত্র।' অভিনেতার অনুরাগীরাও উচ্ছ্বসিত হয়ে ওঠেন।
Yet another feather in the hat for @Suriya_offl's #JaiBhim as it becomes the FIRST Indian film to be featured in Oscars YouTube channel. pic.twitter.com/ATx3q7R5Ox
— Manobala Vijayabalan (@ManobalaV) January 18, 2022
'জয় ভীম' চার-ছবির প্রথম অংশ। এটি আপাতত ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইমে দেখানো হচ্ছে।