এক্সপ্লোর
Advertisement
সুশান্তের মৃত্যু : স্বজনপোষণে অভিযুক্ত সলমনকে জেরা করা নয়, জানাল মুম্বই পুলিশ
সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তে এখনও পর্যন্ত ৩৫ জনকে জেরা করেছে মুম্বই পুলিশ।
মুম্বই: সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর ঘটনার তদন্ত করলেও, বলিউডে স্বজনপোষণ নিয়ে যাঁর বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ, সেই সলমন খানকে জেরা করবে না বলে জানিয়ে দিল মুম্বই পুলিশ। এর আগে গুজব রটেছিল, শীঘ্রই জেরা করার জন্য সলমনকে সমন পাঠানো হবে। কিন্তু পুলিশের পক্ষ থেকে সরকারিভাবে জানিয়ে দেওয়া হল, সুশান্তের আত্মহত্যার সঙ্গে কোনওরকম যোগ আছে কি না, সে বিষয়ে সলমনকে জেরা করা হবে না।
সুশান্তের মৃত্যুর ঘটনার তদন্তে এখনও পর্যন্ত ৩৫ জনকে জেরা করেছে মুম্বই পুলিশ। যাঁদের জেরা করা হয়েছে, তাঁদের মধ্যে প্রয়াত অভিনেতার পরিবারের লোকজন, সহ-অভিনেতা এবং বলিউডের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আছেন। তবে জেরা থেকে ছাড় দেওয়া হচ্ছে সলমনকে।
সুশান্তের মৃত্যুর পরেই বিহারের আদালতে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তী, সলমন, কর্ণ জোহর, একতা কপূরদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সলমনদের বিরুদ্ধে দায়ের হওয়া সেই মামলা অবশ্য খারিজ হয়ে গিয়েছে। তবে সোশ্যাল মিডিয়ায় সুশান্তের অনুরাগীদের রোষের মুখে পড়েছেন সলমন, কর্ণরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement