এক্সপ্লোর
Advertisement
সুশান্ত আত্মহত্যা মামলার তদন্ত করছে মুম্বই পুলিশ, সিবিআই তদন্ত হবে না, জানিয়ে দিলেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী
আজ বিকালে মুম্বই পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ।
মুম্বই:সুশান্ত সিং রাজপুতের মর্মান্তিক পরিণতির প্রকৃত কারণ খুঁজে বের করতে, কেন তিনি আত্মঘাতী হলেন, জানতে সিবিআই তদন্তের দাবি ক্রমশঃ জোরদার হচ্ছে। পটনা পুলিশের কাছেও ছেলেকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে কাঠগড়ায় তুলে এফআইআর দায়ের করেছেন প্রয়াত অভিনেতার বাবা কে কে সিং। রিয়ার পরিবারের কয়েকজন সদস্য়ের দিকেও আঙুল তুলেছেন তিনি। এই প্রেক্ষাপটে আজ বিকালে মুম্বই পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠকে বসেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। বৈঠকের পর তিনি মুম্বই পুলিশ এই মামলার পূর্ণাঙ্গ তদন্ত করছে বলে সাংবাদিকদের জানিয়ে দেন, একইসঙ্গে মামলার ভার সিবিআইকে দেওয়া হচ্ছে না বলেও স্পষ্ট করেন তিনি। বলেন, মুম্বই পুলিশই তদন্ত করবে, সিবিআইয়ের হাত তদন্তের দায়িত্বতুলে দেওয়ার প্রশ্নই নেই।
রিয়ার বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা সহ ভারতীয় দণ্ডবিধির ৩৪০, ৩৪২, ৩৮০, ৪০৬,৪২০, ৩০৬ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে। সুশান্তের বাবা যে একগুচ্ছ অভিযোগ তুলেছেন, তার অন্যতম হল, ওরা আমার ছেলেকে বাড়ি ছাড়তে বলে, সেখানে ভূত আছে বলে ভয় দেখায়, যার ফলে ওর মনের ওপর চাপ পড়ে। পরে সুশান্ত রিয়ার পরিবারের সঙ্গে একটি রিপোর্টে থাকত। ওরা বলতে থাকে, সুশান্তের মানসিক চিকিত্সা প্রয়োজন, কারণ ওর কিছু মানসিক সমস্যা আছে। রিয়া সুশান্তের সঙ্গে তাঁর পরিবারের যোগাযোগ কমিয়ে দেন, এমনকী সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্টে থাকা ১৭ কোটির মধ্যে ১৫ কোটি টাকা তুলেও নেন বলে অভিযোগ করেন কে কে সিং। এদিকে বিহার পুলিশের টিম মুম্বই পৌঁছেছে সুশান্তের আত্মহত্যা মামলার তদন্তে। তারা নাকি মুম্বই পুলিশকে বলেছে মামলার কেস ডায়েরি তাদের হাতে তুলে দিতে, একজন মহিলা কনস্টেবলের ব্যবস্থাও করতে। আপাতত তারা সুশান্তের মুম্বইয়ের বাড়ি থেকে পাওয়া তথ্যপ্রমাণ নিয়েই তদন্তের সূচনা করবে।Mumbai police are investigating the case. It will not be transferred to Central Bureau of Investigation (CBI): Anil Deshmukh, Maharashtra Home Minister on #SushantSinghRajput's death case pic.twitter.com/RCPDDMvF2t
— ANI (@ANI) July 29, 2020
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement