এক্সপ্লোর
বৃদ্ধাশ্রমে হাঁটু মুড়ে বসে বৃদ্ধার আশীর্বাদ নিচ্ছেন সুশান্ত সিংহ রাজপুত, পুরানো ভিডিও ভাইরাল
আর নেই বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সুশান্ত সিংহ রাজপুত। অকালেই ঝরে গিয়েছে তাঁর জীবন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকবিহ্বল বিনোদন জগত ও অনুরাগীরা। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞান নিয়ে খুবই উত্সাহ ছিল সুশান্তর।

নয়াদিল্লি: আর নেই বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা সুশান্ত সিংহ রাজপুত। অকালেই ঝরে গিয়েছে তাঁর জীবন। তাঁর আকস্মিক মৃত্যুতে শোকবিহ্বল বিনোদন জগত ও অনুরাগীরা। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞান নিয়ে খুবই উত্সাহ ছিল সুশান্তর। টেলিস্কোপে চোখ লাগিয়ে আকাশে গ্রহ-নক্ষত্র খুঁজে বেড়াতেন তিনি। সোশ্যাল মিডিয়ায় সুশান্তর পুরানো ছবি ও ভিডিও সামনে আসছে। তাঁর অনুরাগীরা এই সব ছবি শেয়ার করে প্রয়াত অভিনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করছেন। এই সব ছবি ভিডিওতেই সুশান্তর জীবনের টুকরো টুকরো মুহূর্ত উঠে আসছে। এরমধ্যে কোথাও তাঁকে টেলিস্কোপে মহাকাশের দিকে চোখ রাখতে দেখা গিয়েছে। আবার কোথাও বিজ্ঞান সম্পর্কে তাঁর আগ্রহ সংক্রান্ত ইন্টারভিউ-র ক্লিপ শেয়ার করা হয়েছে। এবার সুশান্তর আরও একটি ভিডিও সামনে এসেছে। এই ভিডিও তাঁর কোনও একটি বৃদ্ধাশ্রমে সফরের সময়ের। এই ভিডিওতে সুশান্তকে হাঁটু মুড়ে বসে এক বৃদ্ধার আশীর্বাদ নিতে দেখা যাচ্ছে। ওই বৃদ্ধা বসে রয়েছেন একটি হুইলচেয়ারে। এই ভিডিও সুশান্তর অনুরাগীদের চোখে জল এনে দিয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, কালো শার্ট পরে সুশান্ত হাঁটু মুড়ে বসে বৃদ্ধার সঙ্গে কথা বলছেন। ভিডিওতে দেখা যাচ্ছে. সুশান্ত বৃদ্ধার হাত নিয়ে নিজের মাথায় রাখছেন। এভাবে আশীর্বাদ নিয়ে বৃদ্ধার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন সুশান্ত। আর এই ভিডিওতে একটা জিনিসই ফুটে ওঠে যে, তারকা হলেও সুশান্ত আদতে মাটির মানুষ। মানুষের প্রতি তাঁর ভালোবাসা ছিল অকৃত্রিম। আসলে সুশান্ত ছিলেন খুবই দিলদরিয়া। ২০১৮-তে কেরলের বন্যার সময় নিজের এক অনুরাগীর নামে এক কোটি টাকা দান করেছিলেন ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’-র অভিনেতা। সুশান্তর মৃত্যুর খবরে শোকপ্রকাশ করতে গিয়ে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে সুশান্তর অমূল্য অনুদানের প্রসঙ্গও স্মরণ করেছিলেন। শোকবার্তায় তিনি লিখেছিলেন, সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুতে মর্মাহত। তাঁর এত তাড়াতাড়ি চলে যাওয়ায় ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির বড় ক্ষতি হয়ে গেল। তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও অনুরাগীদের প্রতি সমবেদনা। কেরলের বন্যার সময় তাঁর সমর্থনের কথা স্মরণ করছি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















