এক্সপ্লোর
কালসর্প দোষ কাটাতে ৫ ঘন্টা ধরে পুজো হয়েছিল সুশান্তের বান্দ্রার বাড়িতে
শাস্ত্রী নাসিকের ত্রিম্বাকেশ্বর মন্দিরের পুরোহিত। তিনি জানিয়েছেন, সেদিনের পুজোয় সুশান্তের বাড়িতে তাঁর সঙ্গে ছিলেন তাঁর জামাইবাবু, বোন প্রমুখ।
![কালসর্প দোষ কাটাতে ৫ ঘন্টা ধরে পুজো হয়েছিল সুশান্তের বান্দ্রার বাড়িতে Sushant singh rajputs family had 5 hour kaal sarp dosh puja at his bandra residence in april 2019 কালসর্প দোষ কাটাতে ৫ ঘন্টা ধরে পুজো হয়েছিল সুশান্তের বান্দ্রার বাড়িতে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/16162942/Sushant-Singh-rajput-2s.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই:মুম্বইয়ে সুশান্ত সিং রাজপুতের বান্দ্রার বাড়িতে গত ২০১৯ সালের ৯ এপ্রিল মহা-রুদ্রাভিষেক এবং কালসর্পদোষ পুজো করা হয়েছিল পরিবারের তরফে। সম্প্রতি সংবাদমাধ্যমকে সেদিনের পূজোর পূজারী পন্ডিত নারায়ণ শাস্ত্রী জানিয়েছেন, সুশান্তের জীবনের নানা বাধা-বিঘ্ন কেটে গিয়ে যাতে সব কাজ নির্বিঘ্নে হতে পারে, সে জন্যই এই পুজোর আয়োজন করা হয়েছিল। এই পুজো হতে ঘন্টা পাঁচেক সময় লেগেছিল।
শাস্ত্রী নাসিকের ত্রিম্বাকেশ্বর মন্দিরের পুরোহিত। তিনি জানিয়েছেন, সেদিনের পুজোয় সুশান্তের বাড়িতে তাঁর সঙ্গে ছিলেন তাঁর জামাইবাবু, বোন প্রমুখ। শাস্ত্রী জানিয়েছেন, সেদিনের বিপুল আয়োজনের পুজোয় তিনি একা নন, উপস্থিত ছিলেন আরও ১৩ জন পন্ডিত। সেদিনের পুজোর পর আর কোনও পুজোয় সুশান্তের বাড়ি যাননি তাঁরা। যা কাটানোর জন্য পুজো করা সেই ‘দোষ’ সুশান্তের ছিল কিনা জানতে চাওয়া হলে শাস্ত্রী বলেন, ‘না না, কোনও দোষ ছিল না। তবে পুজোটা খুব নিষ্ঠাভরেই করা হয়েছিল। সুশান্ত নিজে হাতে করে যাচাই করে সেদিন ব্রাহ্মণদের খাইয়েছিলেন। উনি খুব ভালো একজন মানুষ ছিলেন। পুজোর পর খুব খুশি হয়েছিলেন। পুরো পুজোটাই উনি হাসিমুখে ধৈর্য্য ধরে বসে করেছিলেন।‘
অন্যদিকে সুশান্তের ব্যাপারে মুখ খুলে টিভি অভিনেত্রী মধুরা নায়েক জানিয়েছেন যে সুশান্ত তাঁর সঙ্গে ‘কিস দেশ মে হ্যায় মেরা দিল’ সিরিয়ালে অভিনয় করেছিলেন। কিন্তু সিনেমার কাজ করতে শুরু করে দেওয়ার পরই তিনি নিয়মিত যোগাযোগ রাখতেন ওয়াটসঅ্যাপ এবং ফোনে।এমনকী বেশ কয়েকবার পার্টিতেও দেখা হয়েছে, কথা হয়েছে তাঁদের। চলতি বছরেও অনেকবার কথা হয়েছে। হঠাৎ যে এভাবে সুশান্ত আত্মহত্যা করতে পারেন, একথা বিশ্বাস করতে পারছেন না মধুরা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
জেলার
ক্রিকেট
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)