এক্সপ্লোর
‘প্ল্যান্ট ফর এসএসআর’, সুশান্তের স্মৃতিতে নিম গাছ লাগালেন বন্ধু,‘দিল বেচারা’-র পরিচালক
সুশান্তের ভক্তরা একটা নয়া মুভমেন্ট শুরু করেছেন। তাঁরা প্রয়াত অভিনেতার স্মরণে গাছ পোঁতা শুরু করেছেন। আর তাতে যোগ দিয়েছেন সুশান্ত ঘনিষ্ঠ সেলিব্রিটিরাও।
মুম্বই: সুশান্ত সিং রাজপুত মারা গিয়েছেন তিন মাস হয়ে গিয়েছে। সুশান্তের ফ্ল্যাট থেকে তাঁর দেহ উদ্ধার করার ঘটনাটি অনেকদিন পেরিয়ে গেলেও এখনও তা আত্মহত্যা নাকি হত্যা তা প্রমাণিত হয়নি নিশ্চিতভাবে। প্রথমে মুম্বই পুলিশ তদন্ত শুরু করেছিল। পরে তদন্তের ভার সিবিআইয়ের হাতে যায়। মাদকের প্রসঙ্গ এসে পড়ায় এনসিবি-ও তদন্তে ঢুকে পড়ে। কিন্তু এসব তদন্তের খুটিনাটি মাথায় না রেখেও নিজেদের মতো করে অভিনেতাকে মনে রেখেছেন তাঁর ফ্যানরা। সুশান্তের ভক্তরা একটা নয়া মুভমেন্ট শুরু করেছেন। তাঁরা প্রয়াত অভিনেতার স্মরণে গাছ পোঁতা শুরু করেছেন। আর তাতে যোগ দিয়েছেন সুশান্ত ঘনিষ্ঠ সেলিব্রিটিরাও। সুশান্তের প্রাক্তন বান্ধবী অঙ্কিতা আগেই গাছ পুঁতেছেন। আর এবার গাছ পুতলেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু মহেশ শেঠি এবং ‘দিল বেচারা’- ছবির পরিচালক মুকেশ ছাবড়া। তাঁরা সকলেই গাছ পোতার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করেছেন।
Neem has been used traditionally to remove negativity and for healing.
Taking baby steps but trying to do all I can to make your dreams come true bhai !!!#plant4ssr #Plants4SSR #plantmoretrees pic.twitter.com/dyRi1y7OPm
— Mahesh Shetty (@maheshshetty) September 13, 2020
ইনস্টাগ্রামে সুশান্তের নামে নিম গাছ পোতার ছবি দিয়ে মহেশ লিখেছেন, ‘নেগেটিভিটি দূর করার জন্য এবং কষ্ট সারিয়ে তোলার জন্য চিরকালই নিম-এর ব্যবহার হয়ে থাকে। তোমার গাছ, বাগানের স্বপ্নকে আমি ছোট ছোট চেষ্টার মধ্য দিয়ে সফল করার চেষ্টা করছি ভাই।‘ সুশান্তের জন্য গাছ পোতার আবেদন জানিয়ে তিনি মেসেজ দিয়েছেন, ‘প্ল্যান্ট ফর এসএসআর’।
অন্যদিকে, এনসিবি-র জেরার পর সুশান্তের সাম্প্রতিক বান্ধবী রিয়া চক্রবর্তী গ্রেপ্তার হওয়ার প্রেক্ষিতে অঙ্কিতা সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, নিজের কাজের মধ্য দিয়েই মানুষ নিজের ভাগ্যকে গড়ে তোলে। অর্থাৎ কর্মফলের কথা ইঙ্গিত করেছিলেন তিনি।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement