'আমার মতো সাধারণ একটা ছেলে যদি পারে...', অভিনেত্রী লরেনকে করা সুশান্তের এই মেসেজ চমকে ওঠার মতো
অভিনেত্রী লরেন গোট্টিলেবের সঙ্গে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের হোয়াটস অ্যাপের চ্যাট শোয়ার হওয়ার পরই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী লরেন সেই স্ক্রিনশট শেয়ার করেন।
মুম্বই: সালটা ২০১৬। সুশান্ত লিখেছেন, 'টেলিভিশন থেকে বড়পর্দায় কাজ করাটা নিঃসন্দেহে কঠিন, কিন্তু আমি পেরেছি ।'
সুশান্ত সিংহ রাজপুত এমনটাই হোয়াস অ্যাপে লিখেছিলেন আমেরিকান অভিনেত্রী ও নৃত্যশিল্পী লরেন গোট্টিলেবকে। সে-সময় বুদাপেস্টে শ্যুটিং করেছিলেন সুশান্ত। এমএস ধোনির কাজও সম্ভবত শেষ করেছেন তখন। ওই হোয়াটসঅ্যাপ চ্যাটেও লরেনের সঙ্গে সুশান্ত আলোচনা করেন, ইন্ডাস্ট্রিতে একজন বহিরাগত হয়ে টকে থাকার অভিজ্ঞতা কেমন।
লরেনকি তিনি আরও বলেন, 'আমি যদি একজন সাধারণ দেখতে, সাধারণ প্রতিভার ছেলে হয়েও অভিনয় করার স্বপ্ন বাস্তবায়িত করতে পারি, তাহলে বিশ্বাস করো সব সম্ভব।'
অভিনেত্রী লরেন গোট্টিলেবের সঙ্গে অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের হোয়াটস অ্যাপের চ্যাট শোয়ার হওয়ার পরই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেত্রী লরেন সেই স্ক্রিনশট শেয়ার করেন। সুশান্ত ডিপ্রেসনের জেরে আত্মহত্যা করেছেন বলে অনুমান, অথচ তাঁর লেখা কথাগুলি পড়লে যে কারওরই মনে হবে কতটা ইতিবাচক মানুষ!
লরেন আগামীদিনে বলিউডের একটি বড় ব্যানারের ছবিতে কাজ করার কথা ভাবছিলেন। সেই বিষয়েই সুশান্তের সঙ্গে তাঁর দীর্ঘ হোয়াটসঅ্যাপ-আলাপচারিতা হয়। তখনই সুশান্ত তাঁকে বলিউডে কাজ করার ব্যাপারে যথেষ্ট উৎসাহিত করেন।
'এখন যখনই এই চ্যাট পড়ি, বুকটা কেঁপে ওঠে', জানালেন লরেন। সুশান্ত লরেনকে বারবার তাঁর কেরিয়ারে ঝুঁকি নেওয়ার কথা বলেন। আবার বড় ব্যানার থেকে কাজের সুযোগ পাওয়ার অপেক্ষা করার ভাবনারও সমর্থন জানান।
সুশান্তের সঙ্গে হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট শেয়ার করে অভিনেত্রী লেখেন, সুশান্ত খুবই উদার মনের ছেলে। অন্যকে অনুপ্রেরণা জোগাতেন সুশান্ত। তাঁর মৃত্যুর পর এই চ্যাটগুলি পড়লে মন ভেঙে যায়!