এক্সপ্লোর
Advertisement
কাল #MannKiBaat4SSR কর্মসূচি, ‘ন্যয়বিচার চেয়ে সরব হোন’, প্রধানমন্ত্রীকে বার্তা পাঠাতে সাধারণ মানুষকে আবেদন সুশান্তের বোনের
কাল সুশান্তের নিজের শহর পটনায় এর অনুষ্ঠানে বিনা পয়সায় এসএসআর টি-শার্ট, মাস্ক বিলি করা হবে। তবে সুশান্তের পরিবার এই উদ্য়োগে জড়িত কিনা, স্পষ্ট নয়। অভিনেতার মৃত্যুর পর থেকে এধরনের বেশ কিছু অনুষ্ঠান হয়েছে। শ্বেতা প্রায়ই নিজের সোস্যাল মিডিয়া হ্যান্ডলে তার বিস্তারিত বিবরণও দিয়েছেন।
নয়াদিল্লি: সুশান্ত সিং যাদবের মৃত্যু মামলার তদন্ত চালাচ্ছে সিবিআই। তার মধ্যেই মন কী বাত ফর এসএসআর কর্মসূচির অঙ্গ হিসাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হস্তক্ষেপ চেয়ে বার্তা পাঠাতে সাধারণ মানুষকে আবেদন করলেন প্রয়াত অভিনেতার বোন শ্বেতা সিং কীর্তি। ১৪ অক্টোবর, বুধবার সুশান্তের মৃত্যুর চার মাস পূর্ণ হচ্ছে। কালই পালিত হবে ওই কর্মসূচি। শ্বেতা সোস্যাল মিডিয়ায় লিখেছেন, সত্য ও ন্যায়বিচার চেয়ে সরব হওয়ার এটা ভাল সুযোগ বলে মনে হয়। #MannKiBaat4SSR। আমরা এই লক্ষ্যে একজোট থেকে দেখাতে পারি, মানুষ ন্য়য়বিচারের অপেক্ষায় আছে। সবসময় আমাদের পাশে থাকায় আমার পরিবর্ধিত পরিবারকেও ধন্যবাদ দিতে চাই। অনেক ভালবাসা। শ্বেতা মন কী বাত অনলাইন পোর্টালেও প্রধানমন্ত্রী মোদিকে রেকর্ড করা বার্তা পাঠাতে সাধারণ মানুষকে আবেদন করে ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রামে পিএমও, প্রধানমন্ত্রীকেও ট্যাগ করতে বলেছেন।
কাল সুশান্তের নিজের শহর পটনায় এর অনুষ্ঠানে বিনা পয়সায় এসএসআর টি-শার্ট, মাস্ক বিলি করা হবে। তবে সুশান্তের পরিবার এই উদ্য়োগে জড়িত কিনা, স্পষ্ট নয়। অভিনেতার মৃত্যুর পর থেকে এধরনের বেশ কিছু অনুষ্ঠান হয়েছে। শ্বেতা প্রায়ই নিজের সোস্যাল মিডিয়া হ্যান্ডলে তার বিস্তারিত বিবরণও দিয়েছেন।
সুশান্তের বাবা ছেলের বান্ধবী রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে গত জুলাইয়ে মামলা করে অভিযোগ করেন, রিয়া সুশান্তকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন, তাঁর টাকাপয়সা আত্মসাত্ করেছেন। গোড়ায় মুম্বই পুলিশ এ ব্যাপারে তদন্ত করলেও পরে তার ভার আদালতের নির্দেশে তুলে দেওয়া হয় সিবিআইয়ের হাতে। গত মাসেই এইমসের ডাক্তারদের নিয়ে গড়া কমিটি তাদের রিপোর্টে জানিয়ে দেয়, সুশান্তের মৃত্যু আত্মহত্যাই। সুশান্তের মৃত্যুর পিছনে সন্দেহজনক কিছু আছে কিনা, খতিয়ে দেখতেই ওই কমিটি গঠিত হয়েছিল। কিন্তু সুশান্তের পারিবারিক আইনজীবী বিকাশ সিংহ সেই রিপোর্ট ত্রুটিপূর্ণ বলে দাবি করেন। এইমসের কমিটির প্রধান ডঃ সুধীর গুপ্তা আগে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন বলে জানিয়ে বিকাশ বলেন, সুশান্তের ট্র্যাজেডির পর আমরা যখন এফআইআর দায়ের করি, উনি আমায় ফোন করেন। আমি বলে দিই, আমি কোনও সাহায্যে আগ্রহী নই, শুধুমাত্র সত্যিটা জানতেই আগ্রহী। তাই আমি সুশান্তের বোন মিতুর তোলা ঘটনাস্থলের কয়েকটি ছবি শেয়ার করি। বিকাশ বলেন, ছবিগুলি দেখামাত্রই ওই ডাক্তারের স্বতঃস্ফূর্ত, তাত্ক্ষনিক প্রতিক্রিয়া ছিল, এ তো ‘২০০ শতাংশ গলায় ফাঁস দিয়ে মৃত্যু’! বিকাশ আরও বলেন, এরপর তাঁর সঙ্গে ডাক্তারের কথাবার্তা হয়, যা সেসময় তিনি রেকর্ড করেননি বলে আফসোস করেন। বলেন, আমি ওই ধরনের মানুষ নই, যিনি কল রেকর্ড করেন। তবে মনে হয়, করা উচিত ছিল। কিন্তু আমি নিশ্চিত, আগামী দিনে আরও পরীক্ষানিরীক্ষা হলে ওনার মিথ্যাচার ফাঁস হয়ে যাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement